Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4346
১.বাংলাদেশের প্রথম পাঠাগারের নাম কী?
-রাজা রামমোহন রায় ।
২.উপমহাদেশে কবে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয়?
-১৯১৮ সালে।
৩.ব্রিটিশ ভারতে প্রথম কত সালে জনশিক্ষা কমিটি গঠিত হয়?
-১৮২৩ সালে।
৪.বঙ্গভারত উপমহাদেশে শিক্ষার আনুষ্ঠানিক সূচনা ঘটে কত সালে?
-১৯৩৫ সাল থেকে।
৫.কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয়?
-হান্টার কমিশনের।
৬.কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
-১৮৫৮ সালে।
৭.উপমহাদেশের শিক্ষার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ন দলিল কোনটি?
-চার্লস উড এর শিক্ষা প্রস্তাব।
৮.চার্লস উড এর শিক্ষা প্রস্তাব কত সালে প্রবর্তিত হয়?
-১৮৫৪ সালে।
৯.উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে কখন শিক্ষা কমিশন গঠিত হয়?
-১৮৮২ সালে।
১০.১৮৮২ সালে লর্ড রিপন যে শিক্ষা কমিশন গঠন করেন তা কি নামে অভিহিত?
-ইন্ডিয়ান এডুকেশন কমিশন।
১১.শিক্ষা সংশ্লিষ্ট নিম্নগামী পরিস্রবণ নীতির উদ্ভাবক কে?
-লর্ড ম্যাকলে।
১২.ব্রিটিশ আমলে মুসলমানদের শিক্ষার প্রসার সবচেয়ে বেশি অবদান রাখেন কে?
-স্যার সৈয়দ আহমেদ।
১৩.লর্ড ম্যাকলে কবে শিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন?
-১৮৩৪ সালে।
১৪.হান্টার কমিশন কবে বড় লাট লর্ড রিপন কর্তৃক নিয়োগ লাভ করে?
-৩ ফেব্রুয়ারী ১৮৮২ সালে।

পাকিস্তান আমল
১.পাকিস্তান আমলের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?
-মওলানা মোহাম্মদ আকরম খাঁ শিক্ষা কমিশন।
২.ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার মূল্যায়ন এর লক্ষ্যে কবে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়?
-২৭ নভেম্বর -১ ডিসেম্বর ১৯৪৭ সালে।
৩.বাংলাদেশে বয়স্ক শিক্ষাকে সরকারিভাবে ভি-এইড কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয় কবে?
-১৯৫৪ সালে।
৪.১৯৫৬ সালে কোন ইংরেজ ঢাকায় সাক্ষরতা কেন্দ্র স্থাপন করেন?
-মি. বিভার্।

পাকিস্তান আমলে গঠিত শিক্ষা কমিশনের তালিকা
মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ শিক্ষা কমিশন – ১৬ মার্চ ১৯৪৯ সালে
আতাউর রহমান খান শিক্ষা কমিশন – ১৯৫৭ সালে
শরীফ খান শিক্ষা কমিশন – ২০ ডিসেম্বর ১৯৫৮
বিচারপতি হামুদুর রহমান শিক্ষা কমিশন – ১৫ ডিসেম্বর ১৯৬৪
এয়ার মার্শাল নূর খান শিক্ষা কমিশন - ১৯৬৯
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]