Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4344
নোবেল পুরস্কার
১.নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
-আলফ্রেড বার্নার্ড নোবেল।
২.কোন আবিষ্কারের জন্য আলফ্রেড নোবেল বিখ্যাত হন?
-ডিনামাইট।
৩.আলফ্রেড নোবেল কি পরিমাণ অর্থ নোবেল পুরস্কারের জন্য উইল করে যান?
-৩১ কোটি ১০ লাখ ক্রোণার।
৪.নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত?
-৯০ লাখ সুইডিশ ক্রোনার।
৫.আলফ্রেড নোবেল কত সালে জন্মগ্রহণ করেন?
-২১ অক্টোবর ১৮৩৩ সালে।
৬.প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে পালন করা হয়?
-১০ ডিসেম্বর।
৭.আলফ্রেড নোবেল কত সালে মৃত্যুবরণ করেন?
-১০ ডিসেম্বর ১৮৯৬ সালে।
৮.আলফ্রেড নোবেল কতটি বিষয়ে নোবেল পুরস্কারের জন্য তার অর্থ উইল করে যান?
-৫টি।
৯.বর্তমানে কতটি বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছে?
-৬টি।
১০.অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-১৯৬৮ সালে।
১১.অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম দেয়া হয় কবে?
-১৯৬৯ সালে।
১২.অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কারা?
-জার্মানির র‌্যাগনার ফিশ ও নেদারল্যান্ডের জন টিনবার্গেন।
১৩.নোবেল পুরস্কারের ইতিহাসে কোন কোন বছর পুরস্কার দেয়া হয়নি?
-১৯৪০, ১৯৪১, ও ১৯৪২ সালে।
১৪.কোন দেশের নাগরিকগণ সর্বাধিক নোবেল পুরস্কার লাভ করেন?
-মার্কিন যুক্তরাষ্ট্র।
১৫.মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে?
-ড্যানিয়েল ক্যানেম্যান।
১৬.একজন রাজনীতিবীদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
-উইনস্টন চার্চিল।
১৮.উইনস্টন চার্চিল কত সালে নোবেল পুরস্কার পান?
-১৯৫৩ সালে।
১৯.কোন দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কার পান?
-ব্রার্টান্ড রাসেল।
২০.সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম আফ্রিকান কে?
-ওলে সোয়েংকা।
২১.চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী সংস্থা এর নামকরণ করা হয় কার নামানুসারে?
-সুইডেনের রানি ক্যারোলিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]