- Wed Nov 18, 2020 10:23 am#4339
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
১.বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান কোথায়?
-মিরপুর, ঢাকা।
২.এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
-২২ ডিসেম্বর ১৯৭২ সালে।
৩.এর স্থপতি কে?
-মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
৪.এটি উদ্বোধন করা হয় কবে?
-১৪ ডিসেম্বর ১৯৮৬ সালে।
৫.এটি উদ্বোধন করেন কে?
-তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ
১.রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের অবস্থান কোথায়?
-ধানমন্ডি আবাহনী মাঠের পশ্চিমে রায়ের বাজার সংলগ্ন ইটখোলায়।
২.এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
-১৪ ডিসেম্বর ১৯৯৩ সালে।
৩.এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
-বেগম খালেদা জিয়া।
৪.এর দ্বিতীয় পর্যায়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
-শেখ হাসিনা।
৫.এর স্থপতি কে?
-ফরিদউদ্দীন আহমেদ ও জামি আল শফি।
জাগ্রত চৌরঙ্গী
১.জাগ্রত চৌরঙ্গীর অবস্থান কোথায়?
-জয়দেব চৌরাস্তার সড়কদ্বীপে, গাজীপুর।
২.এটি নির্মিত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
৩.এর ভাস্কর কে?
-আব্দুর রাজ্জাক।
৪.এর উচ্চতা কত?
-৪২ ফুট ২ ইঞ্চি।
৫.এর নির্মাণ বৈশিষ্ট্য কী?
-গ্রামীণ পোশাক পরা উদোম গায়ে পেশিবহুল এ ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড আর বাম হাতে রাইফেল।
অপরাজেয় বাংলা
১.অপরাজেয় বাংলার অবস্থান কোথায়?
-কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২.এর ভাস্কর কে?
-সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৩.এটি উদ্বোধন করা হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।
৪.এটি উদ্বোধন করেন কে?
-অজ্ঞাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
৫.এ ভাস্কর্য নিয়ে সামগ্রিকভাকে কি বোঝানো হয়?
-সমগ্র জাতির তারুণ্যের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।
স্বোপার্জিত স্বাধীনতা
১.স্বোপার্জিত স্বাধীনতা এর স্থপতি কে?
-শামীম শিকদার।
২.এটি কোথায় অবস্থিত?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।
১.বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান কোথায়?
-মিরপুর, ঢাকা।
২.এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
-২২ ডিসেম্বর ১৯৭২ সালে।
৩.এর স্থপতি কে?
-মোস্তফা হারুন কুদ্দুস হিলি।
৪.এটি উদ্বোধন করা হয় কবে?
-১৪ ডিসেম্বর ১৯৮৬ সালে।
৫.এটি উদ্বোধন করেন কে?
-তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ
১.রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের অবস্থান কোথায়?
-ধানমন্ডি আবাহনী মাঠের পশ্চিমে রায়ের বাজার সংলগ্ন ইটখোলায়।
২.এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
-১৪ ডিসেম্বর ১৯৯৩ সালে।
৩.এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
-বেগম খালেদা জিয়া।
৪.এর দ্বিতীয় পর্যায়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
-শেখ হাসিনা।
৫.এর স্থপতি কে?
-ফরিদউদ্দীন আহমেদ ও জামি আল শফি।
জাগ্রত চৌরঙ্গী
১.জাগ্রত চৌরঙ্গীর অবস্থান কোথায়?
-জয়দেব চৌরাস্তার সড়কদ্বীপে, গাজীপুর।
২.এটি নির্মিত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
৩.এর ভাস্কর কে?
-আব্দুর রাজ্জাক।
৪.এর উচ্চতা কত?
-৪২ ফুট ২ ইঞ্চি।
৫.এর নির্মাণ বৈশিষ্ট্য কী?
-গ্রামীণ পোশাক পরা উদোম গায়ে পেশিবহুল এ ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড আর বাম হাতে রাইফেল।
অপরাজেয় বাংলা
১.অপরাজেয় বাংলার অবস্থান কোথায়?
-কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২.এর ভাস্কর কে?
-সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৩.এটি উদ্বোধন করা হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে।
৪.এটি উদ্বোধন করেন কে?
-অজ্ঞাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
৫.এ ভাস্কর্য নিয়ে সামগ্রিকভাকে কি বোঝানো হয়?
-সমগ্র জাতির তারুণ্যের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।
স্বোপার্জিত স্বাধীনতা
১.স্বোপার্জিত স্বাধীনতা এর স্থপতি কে?
-শামীম শিকদার।
২.এটি কোথায় অবস্থিত?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।