Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4338
ঘুরী বংশ
১.মুহম্মদ ঘুরী কখন গজনীর শাসনভার গ্রেহণ করেন?
-১১৭৩ সালে।
২.মুহম্মদ ঘুরীর প্রকৃত নাম কী?
-মুঈজ-ইদ-দীন মোহাম্মদ বিন সাম।
৩.তারাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?
-মুহম্মদ ঘুরী ও দিল্লির চৌহান রাজা পৃথ্বিরাজ চৌহানের মধ্যে।
৪.তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন কে?
-মুহাম্মদ ঘুরী।
৫.তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়?
-১১৯১ সালে।
৬.তরাইনের যুদ্ধে ঘুরী ও পৃথ্বিরাজ এর মধ্যে কবে সংগঠিত হয়?
-১১৯২ সালে।
৭.ভারতের আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেন কে?
-মুহাম্মদ ঘুরী।
৮.ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন কে?
-মুহম্মদ ঘুরী।
৯.মুহাম্মদ ঘুরীর শাসনকালে বাংলার শাসনকর্তা কে ছিলেন?
-লক্ষণ সেন।
১০.মুহাম্মদ ঘুরীর প্রধান সেনাপতি কে ছিলেন?
-কুতুবউদ্দীন আইবেক।

দিল্লির সুলতানি সাম্রাজ্য
১.দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
-কুতুবউদ্দীন আইবেক।
২.কত সালে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়?
-১২০৬ সালে।
৩.দাস বংশের স্থায়িত্বকাল কত?
-১২০৬ খ্রিষ্টাব্দ হতে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৪.ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
-কুতুবউদ্দীন আইবেক।
৫.দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে?
-কুতুবউদ্দীন আইবেক।
৬.ভারতে তুর্কি সামাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
-কুতুবউদ্দীন আইবেক।
৭.কুতুব মিনার কোথায় অবস্থিত?
-দিল্লি (ভারত)।
৮.লাখ বখশ বলা হতো কাকে?
-কুতুবউদ্দীন আইবেক।
৯.নাসির উদ্দীন মাহমুদের শাসনকাল কত?
-১২৪৬-১২৬৫ সাল।

শামসুদ্দিন ইলতুতমিশ
১. শামসুদ্দিন ইলতুতমিশ কত সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন?
-১২১১ সালে।
২.দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
-সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ।
৩. শামসুদ্দিন ইলতুতমিশ এর রাজত্বকাল ছিল কত বছর?
-১২১১-১২৩৬ খ্রি. পর্যন্ত।
৪. শামসুদ্দিন ইলতুতমিশ এর উপাধি কি ছিল?
-সুলতান-ই-আযম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2124 Views
    by tamim
    0 Replies 
    1736 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2126 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]