Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4327
১.বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কী?
-জাগ্রত চৌরঙ্গী।
২.বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য নির্মাণ করেন?
-ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩.দেশের বাইরে প্রথম স্মৃতিসৌধ নির্মিত হয় কোথায়?
-সিডনি, অস্ট্রেলিয়া।

জাতীয় স্মৃতিসৌধ
১.জাতীয় স্মৃতিসৌধ এর অবস্থান কোথায়?
-নবীনগর, সাভার, ঢাকা।
২.এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৩.এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪. এটি উদ্বোধন করা হয় কবে?
- ১৬ ডিসেম্বর ১৯৮২ সালে।
৫.এটি উদ্বোধন করেন কে?
-তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
৬.এর স্থপতি কে?
-সৈয়দ মাইনুল হোসেন।
৭.এর উচ্চতা কত?
-৪৫.৭২ মিটার।
৮.এটির নির্মাণ সামগ্রী কী কী?
-কংক্রিট ও সিমেন্ট।
৯.এর আকার কেমন?
-ত্রিভুজাকার।
১০.এর ফলক সংখ্যা কত?
-৭টি।
১১.কোন স্থাপত্যটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত?
-সাভার জাতীয় স্মৃতিসৌধ।

মুজীবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স
১. মুজীবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স এর অবস্থান কোথায়?
-মেহেরপুর জেলার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায়।
২.এর ভিত্তিপ্রস্তর করা হয় কবে?
-১৭ এপ্রিল ১৯৭৪ সালে।
৩.এর স্থপতি কে?
-তানভীর করিম।
৪.এটি উদ্বোধন করেন কে?
-তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
৫.এর কতটি স্তম্ভ রয়েছে?
-২৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    1466 Views
    by shihab

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]