Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4318
পাবলো পিকাসো
১.পাবলো পিকাসো কত সালে জন্মগ্রহণ করেন?
-২৫ অক্টোবর ১৮৮১ সালে।
২.পাবলো পিকাসো কোন দেশের চিত্রকর?
-স্পেন।
৩.তেতে দি ফ্রেমে চিত্রকর্মের চিত্রশিল্পী কে?
-পাবলো পিকাসো।
৪.লা লেকচার ফেটচেস চিত্রকর্মের চিত্রশিল্পী কে?
-পাবলো পিকাসো।
৫.টেট ডি ফেমি কার চিত্রকর্ম?
-পাবলো পিকাসো।
৬.পাবলো পিকাসো কবে মৃত্যুবরণ করেন?
-৮ এপ্রিল ১৯৭৩ সালে।

মাইকেল অ্যাঞ্জেলো
১.মাইকেল অ্যাঞ্জেলো কবে জন্মগ্রহণ করেন?
-৬ মার্চ ১৪৭৫ সালে।
২.বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের অধিবাসী?
-ইতালির।
৩.সিসটাইন চ্যাপেলের ছাদের নকশা কার বিখ্যাত চিত্রকর্ম?
-মাইকেল অ্যাঞ্জেলোর।
৪.দ্য হোলি ফ্যামিলি কার বিখ্যাত চিত্রকর্ম?
-মাইকেল অ্যঞ্জেলোর।
৫.মোজেল ভাস্কর্যের স্রষ্ট্রা কে?
- মাইকেল অ্যঞ্জেলোর।
৬. মাইকেল অ্যঞ্জেলো কোন ভাস্কর্যের সৃষ্টা?
-মোজেস।
৭.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১৮ ফেব্রুয়ারী ১৫৬৪ সালে।

ওয়াল্ট ডিজনি
১.ওয়াল্ট ডিজনি কবে জন্মগ্রহণ করেন?
-৫ ডিসেম্বর ১৯০৫ সালে।
২.ওয়াল্ড ডিজনি কবে মৃত্যুবরণ করেন?
-১৫ ডিসেম্বর ১৯৬৬ সালে।
৩.কার্টুন চলচিত্র মিকি মাউস এর স্রষ্টা কে?
-ওয়াল্ড ডিজনি।

ভিনসেন্ট ভ্যান গগ
১.ভিনসেন্ট ভ্যান গগ কোন দেশের বিখ্যাত চিত্রকর?
-নেদারল্যান্ডস।
২.সানফ্লাওয়ার চিত্রটির চিত্রকর কে?
-ভিনসেন্ট গগ।
৩.ভিলা অন দ্য নিভেল চিত্রকর্মের শিল্পী কে?
-উইন্সটন চার্চিল।
৪.পপি প্লাওয়ার চিত্রকর্মের চিত্রকর কে?
-ভ্যান গগ।
৫.ভিনসেন্ট ভ্যানগগ কি ছিলেন?
-চিত্রকর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    593 Views
    by shahan
    0 Replies 
    598 Views
    by kajol
    0 Replies 
    496 Views
    by romen
    0 Replies 
    406 Views
    by tumpa
    0 Replies 
    478 Views
    by shahan

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]