Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4313
১.মারমাদের প্রধান পেশা কী?
-জুম চাষ ।
২.রাখাইন কোন জনগোষ্ঠীর লোক?
-মঙ্গোলীয়।
৩.রাখাইনদের আদিনিবাস কোথায় ছিল?
-আরাকান।
৪.জলকেলি কাদের উৎসব?
-রাখাইন।
৫.রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
-বুদ্ধপূর্নীমা।
৬.রাখাইনদের ধর্মীয় ভাষা কোনটি?
-পালি।
৭.গারোরা কোন শ্রেনীভূক্ত?
-মঙ্গোলীয়।
৮.গারোদের ঐতিহ্যবাহী চাষ কোনটি?
-জুম চাষ।
৯.গারোদের ভাষার স্থানীয় নাম কী?
-মান্দি ভাষা।
১০.পাঙন কোন ধর্মাবলম্বী?
-ইসলাম।
১১.পাঙন সমাজ কোন তান্ত্রিক?
-পিতৃতান্ত্রিক।
১২.পাঙনরা কোন ভাষায় কথা বলে?
-মৈ তৈ মণিপুরীদের ভাষায়।
১৩.হাজংদের প্রধান খাদ্য কী?
-ভাত।
১৪.হাজংরা কোন ধর্মে বিশ্বাসী?
-হিন্দু।
১৫.কোন উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ এর প্রচলন আছে?
-হাজং।
১৬.খিয়াং অর্থ কী?
-ইচ্ছা।
১৭.খিয়াংরা নিজেদের কী বলে?
-হ্যউ।
১৮.খিয়াংরা কোথা থেকে এসছে?
-আরাকান ইয়োমা উপত্যকা হতে এসছে।
১৯.খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কী?
-সাংলান।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসে শীর্ষ ৫ জেলা
জেলা – জনংসংখ্যা – পুরুষ – মহিলা
রাঙামাটি – ৩,৫৬,১৫৩ – ১,৮১,৮২০ – ১,৭৪,৩৩৩
খাগড়াছড়ি – ৩,১৬,৯৮৭ – ১,৫৯,৩১০ – ১,৫৭,৬৭৭
বান্দরবান – ১,৭২,৪০১ – ৮৭,৬৭০ – ৮৪,৭৩১
নওগাঁ – ১,১৬,৭৩৬ – ৫৭,৮৬৩ – ৫৮,৮৭৩
দিনাজপুর – ৬৬,৮৬১ – ৩৩,০৩০ – ৩৩৮৩১
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  819 Views
  by fahimfateehunkarim
  0 Replies 
  431 Views
  by tamim
  0 Replies 
  1533 Views
  by tasnima
  0 Replies 
  470 Views
  by sajib
  0 Replies 
  841 Views
  by rekha

  এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

  ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন