Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4305
১.সানরাইজ চিত্রটির চিত্রকর কে?
-ক্লদ মোনে।
২.সূর্যালোতে নগ্নমূর্তি কার বিখ্যাত চিত্রকর্ম?
-পিয়েরে অগুস্ত রেনোয়া।
৩.জ্যাকব এপস্টাইন কে?
-একজন ব্রিটিশ ভাস্কর।
৪.ক্লাব অব ভিয়েনা কী?
-ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন।
৫.ম্যাডোনা-৪৩ চিত্রটি কার আকাঁ?
-জয়নুল আবেদিন (বাংলাদেশ)।
৬.ম্যাডোনা ৪৩ চিত্রটি কিসের ওপর ভিত্তি করে আঁকা?
-দুর্ভিক্ষের ওপর।
৭.এশীয় চারুকলা প্রদর্শনী কবে থেকে শুরু হয়?
-১৯৮১ সাল থেকে।

লিওনার্দো দ্য ভিঞ্চি
১. লিওনার্দো দ্য ভিঞ্চি কত সালে জন্মগ্রহণ করেন?
-১৫ এপ্রিল ১৪৫২ সালে।
২.তার পুরো নাম কী?
-লিওনার্দো দ্য সের পিয়েরো দ্য ভিঞ্চি।
৩. লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের বিখ্যাত চিত্রকর?
-ইতালি।
৪.দি ম্যাডোনা অ্যান্ড চাইল্ড কার চিত্রকর্ম?
-লিওনার্দো দ্য ভিঞ্চি।
৫.বিশ্বের ত্রাতা বলা হয় কাকে?
- লিওনার্দো দ্য ভিঞ্চি
৬.মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
- লিওনার্দো দ্য ভিঞ্চি
৭.মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে করা হয়েছে?
-মাদোনা লিসা জেরার দিনিকে।
৮.মোনালিসা চিত্রটি বর্তমানে কোথায় সংরক্ষিত রয়েছে?
-ল্যুভর মিউজিয়ামে (ফ্রান্স)।
৯.আঙ্গিয়ারির যুদ্ধ’ নামক দেয়ালচিত্রের চিত্রকর কে?
- লিওনার্দো দ্য ভিঞ্চি
১০.দ্য ভিঞ্চি কোড বইটির লেখক কে?
-ড্যান ব্রাউন।
১১. লিওনার্দো দ্য ভিঞ্চি কবে মৃত্যুবরণ করেন?
-২ মে ১৫১৯ সালে।

সালভেদর ডালি
১.সালভেদর ডালি কে ছিলেন?
-স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী।
২.সালভাদরডালি কোন দেশের চিত্রকর?
-স্পেন।
৩.পোর্ট্রেড ডি পল এলুয়ার্দ’ চিত্রকর্মের চিত্রশিল্পী কে?
-সালভাদর দালি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]