Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4301
১.বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কিভাবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯০ সালের ৯ নং আইন অনুসারে।
২.বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অবস্থান কোথায়?
-আগারগাঁও, ঢাকা।
৩.বাংলাদেশের আইপি টেলিফোন সার্ভিস চালু হয় কবে?
-১৬ মার্চ ২০১০।
৪.বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়?
-৪ জুন ১৯৯৬ সালে।
৫.বিটিটিবি ইন্টারনেট সেবা চালু করে কবে?
-১৯৯৯ সালে।
৬.ওয়াইম্যাক্স প্রযুক্তি কী?
-উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা।
৭.বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কবে?
-২০০৯ সালে।
৮.বেসিস এর অবস্থান কোথায়?
-কারওয়ান বাজার, ঢাকা।
৯.বাংলাদেশের প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
-বেসিস।
১০.বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার নাম কী?
-ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
১১.বাংলাদেশ কম্পিউটার সমতি প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৮৭ সালে।
১২.সাইবার ক্যাফে ওউনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কবে?
-২০০৩ সালে।
১৩.বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয় কত সালে?
-১৯৬৪ সালে।
১৪.বাংলাদেশে প্রথম ব্যাবহৃত বাংলা ফন্ট কোনটি?
-বিজয়।
১৫.বাংলা সফটওয়্যার বিজয়ের জন্ম হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৮৮।
১৬.বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
-আইবিএম-১৬২০।
১৭.দেশের একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-রানীর হাট, ফেনী।
১৮.সাঁওতালি ভাষার সফটওয়্যার সফটওয়্যার উদ্ভাবক কে?
-মাইকেল সারেন ও ফিরোজ আহমেদ।
১৯.বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম কী?
-দোয়েল।
২০.দোয়েল ল্যাপটপ এর প্রস্তুতকারক কে?
-টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
২১.বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু হয় কবে?
-২৪ এপ্রিল ২০১১ সালে।
২২.দেশের প্রথম হাইকোর্ট পার্ক কোথায় অবস্থিত?
-কালিয়াকৈর, গাজীপুর।
২৩.বাংলাদেশের প্রথম স্বীকৃত ডোমেইনের নাম কী?
-ডট বিডি।
২৪.বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত ডোমেইনের নাম কী?
-ডট বাংলা।
২৫.শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
-বেজপাড়া, যশোর।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  1509 Views
  by emudey070794cgc
  0 Replies 
  1610 Views
  by apple
  0 Replies 
  400 Views
  by shanta
  0 Replies 
  357 Views
  by bdchakriDesk
  0 Replies 
  446 Views
  by bdchakriDesk

  এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

  ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন