Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4294
১.কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচিত্রটির নাম কী এবং কবে নির্মিত হয়?
-ধূপছায়া, ১৯৩১ সালে।
২.কাজী নজরুল ইসলাম অভিনীত চলচিত্রের নাম কী?
-ধ্রুব।
৩.কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচিত্র নির্মিত হয়েছে?
-কানাডা।
৪.কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত চলচিত্রের নাম কী?
-নজরুল।
৫.নজরুলের কোন দুটি কাব্য নিয়ে চলচিত্র নির্মিত হয়েছে?
-খূকু ও কাঠবিড়ালী ও লিচুচোর।
৬.বাংলাদেশের প্রথম রঙিন চলচিত্র কোনটি?
-সঙ্গম, ১৯৭০ সালে।
৭.সরকারের অনুদানপ্রাপ্ত প্রথম চলচিত্রের নাম কী?
-সূর্য-দীঘল বাড়ী।
৮.সূর্য দীঘল বাড়ি চলচিত্রটি মুক্তি পায় কবে?
-৩০ ডিসেম্বর ১৯৭৯ সালে।
৯.সূর্য-দীঘল চলচিত্রটির পরিচালক কে?
-শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের।
১০.বাংলাদেশের কোন চলচিত্রে সর্বপ্রথম জাতীয় সংগীত গাওয়া হয়?
-জীবন থেকে নেয়া।
১১.এফডিসিতে নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচিত্র কোনটি?
-জাগো হুয়া সাভেরা।
১২.বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি কোথায় অবস্থিত?
-কবিরপুর, গাজীপুর।
১৩.কান চলচিত্র উৎসবে অংশগ্রহণকারী এবং পুরস্কার বিজয়ী প্রথম বাংলাদেশি চলচিত্রের নাম কী?
-মাটির ময়না।
১৪.পদ্মা নদীর মাঝি চলচিত্রের পরিচালক কে?
-গৌতম ঘোষ।
১৫.সূর্য সংগ্রাম চলচিত্রের পরিচালক কে?
-আবদুস সামাদ।
১৬.মাটির ময়না চলচিত্রের পরিচালক কে?
-তারেক মাসুদ।
১৭.চিত্রা নদীর পাড়ে চলচিত্রটির নির্মাতা কে?
- তানভীর মোকাম্মেল।
১৮.লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত মনের মানুষ চলচিত্রের পরিচালক কে?
-গৌতম ঘোষ।
১৯.বাংলাদেশ প্রথম অস্কার প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কবে?
-২০০২ সালে।
২০.বাংলাদেশের চলচিত্রের জনক কে?
-আব্দুল জব্বার খান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]