Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4291
সুমেরীয় সভ্যতা
১.সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
-মেসোপটেমিয়ায়।
২.সভ্যতার সুমেরীয়দের অবদান কী ছিল?
-লিখন পদ্ধতি।
৩.সুমেরীয় রাজ্যের শাসনকর্তাকে কি বলা হতো?
-এনসিস।
৪.সুমেরীয়দের আইন গড়ে উঠেছিল কিসের ভিত্তিতে?
-প্রচলিত সামাজিক বিধিব্যবস্থাকে কেন্দ্র করে।
৫.সুমেরীয় রাজার পদবি কী ছিল?
-লুগাস।
৬.পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করে কারা?
-সুমেরীয়রা।
৭.সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কী?
-গিলগামেশ।
৮.সুমেরীয়দের সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কী ছিল?
-পাতেজী।
৯.টেম্পল টাউন কী?
-সুমেরীয় দেবতার মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা শহর।
১০.সুমেরীয়দের প্রধান দেবতা কে ছিলেন?
-নার্গাল।
১১.জিশুরাত কি?
-সুমেরীয় ধর্ম মন্দির।
১২.কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয়?
-সুমেরীয়।

ব্যাবিলনীয় সভ্যতা
১.ব্যাবিলনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে?
-হাম্মুরাবির শাসনামল।
২.ব্যাবিলনীয়দের আইন কি নামে পরিচিত ছিল?
-হাম্মুরাবির আইন।
৩.সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন হয় কোন সভ্যতার সময়?
-মারডক।
৪.পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া যাবে?
-ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষ।

অ্যাশেরীয় সভ্যতা
১.সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান কী?
-সমরবাদী, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি।
২.কারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিলেন?
-অ্যাশেরীয়রা।
৩.অ্যাশেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
-টাইগ্রীস নদীর তীরে।
৪.অ্যাশেরীয়দের সূর্যদেবতার নাম কী?
-শামস।
৫.অ্যাশেরীয় সম্রাট নিজেকে কী মনে করতেন?
-সূর্যদেবতা শামসের প্রতিনিধি।
৬.আশুর বানিপলি কে ছিলেন?
-অ্যাশেরীয় সম্রাট।
৭.অ্যাশেরীয় সভ্যতা ধ্বংস হয় কবে?
-খ্রিষ্টপূর্ব ৬১২ অব্দে।
৮.কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রীতে ভাগ করে?
-অ্যাশেরীয়রা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]