- Mon Nov 16, 2020 10:26 am#4290
ত্রিপুরা
১.ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভত?
-মঙ্গোলীয়।
২.ত্রিপুরারা কোন ভাষায় কথা বলে?
-কক-বরক্।
৩.ত্রিপুরাদের জাতিসত্তা কতটি গোত্রে বিভক্ত?
-৩৬টি।
৪.ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কী?
-বৈসুক।
৫.ত্রিপুরা রমনীদের জাতীয় পোশাক কী?
-রিনাই ও রিসা।
সাঁওতাল
১.সাঁওতালরা মূলত কতটি গোত্র বা টোটেমে বিভক্ত?
-১২টি।
২.সাঁতালরা তাদের বসবাসের নির্দিষ্ট এলাকাকে কী বলে অভিহিত করে?
-দেশ।
৩.সাঁওতালদের বিচারব্যবস্থার সর্বোচ্চ আদালত এর নাম কী?
-ল’বীর বা জঙ্গল মহাসভা।
৪.চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়?
-১৯৫০ সালে।
৫.সাঁওতালদের প্রধান খাদ্য কী?
-ভাত।
৬.সাঁওতালদের সমাজে কোন বিবাহের প্রচলন আছে?
-বিধবা বিবাহ।
৭.সাঁতালী ভাষায় বিধবাকে কি বলা হয়?
-রান্ডি।
৮.সাঁওতালদের প্রধান উৎসব কী?
-সোহরাই উৎসব।
৯.সাঁওতালদের ভাষার নাম কী?
-সাঁওতালী।
মণিপুরী
১.মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কবে প্রথম বাংলাদেশে আসে?
-১৭৬৫ সালে।
২.মণিপুরীদের মধ্যে কতটি শ্রেণী রয়েছে?
-২টি।
৩.বিষ্ণুপ্রিয়া মণিপুরী কোন ভাষাভাষী?
-ইন্দো-এরিয়ান।
৪.মৈ তৈ মণিপুরী কোন জনগোষ্ঠীর লোক?
-মঙ্গোলীয়।
৫.মণিপুরীদের মধ্যে কতটি ভাষা প্রচলিত আছে?
-২টি।
৬.মণিপুরীদের প্রধান উৎসব কী?
-রাসোৎসব।
৭.বিশ্বকবি রবীন্দ্রনাথ কবে মণিপুরীদের রাসনৃত্য উপভোগ করেন?
-১৯১৯ সালে।
৮.কবে ‘ভানুবিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক প্রজা আন্দোলন’ সংগঠিত হয়?
-১৯৪০ সালে।
৯.বোমাং সার্কেলের প্রধান কে?
-বোমাং রাজা।
১০.মং সার্কেলের প্রধান কে?
-মং রাজা।
১১.মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কত?
-৪৫টি।
১.ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভত?
-মঙ্গোলীয়।
২.ত্রিপুরারা কোন ভাষায় কথা বলে?
-কক-বরক্।
৩.ত্রিপুরাদের জাতিসত্তা কতটি গোত্রে বিভক্ত?
-৩৬টি।
৪.ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কী?
-বৈসুক।
৫.ত্রিপুরা রমনীদের জাতীয় পোশাক কী?
-রিনাই ও রিসা।
সাঁওতাল
১.সাঁওতালরা মূলত কতটি গোত্র বা টোটেমে বিভক্ত?
-১২টি।
২.সাঁতালরা তাদের বসবাসের নির্দিষ্ট এলাকাকে কী বলে অভিহিত করে?
-দেশ।
৩.সাঁওতালদের বিচারব্যবস্থার সর্বোচ্চ আদালত এর নাম কী?
-ল’বীর বা জঙ্গল মহাসভা।
৪.চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়?
-১৯৫০ সালে।
৫.সাঁওতালদের প্রধান খাদ্য কী?
-ভাত।
৬.সাঁওতালদের সমাজে কোন বিবাহের প্রচলন আছে?
-বিধবা বিবাহ।
৭.সাঁতালী ভাষায় বিধবাকে কি বলা হয়?
-রান্ডি।
৮.সাঁওতালদের প্রধান উৎসব কী?
-সোহরাই উৎসব।
৯.সাঁওতালদের ভাষার নাম কী?
-সাঁওতালী।
মণিপুরী
১.মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কবে প্রথম বাংলাদেশে আসে?
-১৭৬৫ সালে।
২.মণিপুরীদের মধ্যে কতটি শ্রেণী রয়েছে?
-২টি।
৩.বিষ্ণুপ্রিয়া মণিপুরী কোন ভাষাভাষী?
-ইন্দো-এরিয়ান।
৪.মৈ তৈ মণিপুরী কোন জনগোষ্ঠীর লোক?
-মঙ্গোলীয়।
৫.মণিপুরীদের মধ্যে কতটি ভাষা প্রচলিত আছে?
-২টি।
৬.মণিপুরীদের প্রধান উৎসব কী?
-রাসোৎসব।
৭.বিশ্বকবি রবীন্দ্রনাথ কবে মণিপুরীদের রাসনৃত্য উপভোগ করেন?
-১৯১৯ সালে।
৮.কবে ‘ভানুবিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক প্রজা আন্দোলন’ সংগঠিত হয়?
-১৯৪০ সালে।
৯.বোমাং সার্কেলের প্রধান কে?
-বোমাং রাজা।
১০.মং সার্কেলের প্রধান কে?
-মং রাজা।
১১.মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কত?
-৪৫টি।