- Sun Nov 15, 2020 3:04 pm#4283
ভার্জিল
১.ভার্জিল কবে কোথায় জন্মগ্রহণ করেন?
-খ্রিষ্টপূর্ব ৭০, ইতালির মান্তুয়া ।
২.ভার্জিল কবে মৃত্যুবরণ করেন?
-খ্রিষ্টপূর্ব ১৯।
৩.তার পুরো নাম কী?
-পুবলিউস ভের্গিলিউস মারো।
৪.তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কী কী?
-ইনিড, বুকোলিক্স, জর্জিক্স।
ফেরদৌসি
১.ফেরদৌসি কবে জন্মগ্রহণ করেন?
-৯৩৪ সালে।
২.ফেরদৌসি কবে মৃত্যুবরণ করেন?
-১০২০ সালে।
৩.শাহনামার রচয়িতা কে?
-ফেরদৌসি।
৪.প্রাচ্যের হোমার হিসেবে খ্যাত কে?
-ফেরদৌসি।
হোমার
১.ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটির রচয়িতা কে?
-হোমার।
২.প্রাচীন গ্রীসের জাতীয় কবি কে ছিলেন?
-হোমার।
৩.হোমার কোন ভাষার কবি?
-গ্রিক।
ওমর খৈয়াম
১.ওমর খৈয়াম কবে জন্মগ্রহণ করেন?
-১০৫০ সালে, ইরান।
২.ওমর খৈয়াম কবে মৃত্যুবরণ করেন?
-১১২৪ সালে।
৩.রুবাইয়াত গ্রন্থের রচয়িতা কে?
-ওমর খৈয়াম।
৪.রুবাইয়াৎ গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে?
-এডওয়ার্ড ফিটজেরাল্ড।
শেক্সপিয়র
১.শেক্সপিয়র কবে জন্মগ্রহণ করেন?
-২৩ এপ্রিল ১৫৬৪ সালে।
২.শেক্সপিয়র কবে মৃত্যুবরণ করেন?
-২৩ এপ্রিল ১৬১৬।
৩.তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী কী কী?
-জুলিয়াস সিজার, ম্যাকবেথ, মার্চেন্ট অব ভেনিস, হ্যামলেট, অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা উল্লেখযোগ্য।
৪.দার রচতি শেষ নাটক কোনটি?
-দ্য টেম্পেস্ট (১৬১১ সালে)।
১.ভার্জিল কবে কোথায় জন্মগ্রহণ করেন?
-খ্রিষ্টপূর্ব ৭০, ইতালির মান্তুয়া ।
২.ভার্জিল কবে মৃত্যুবরণ করেন?
-খ্রিষ্টপূর্ব ১৯।
৩.তার পুরো নাম কী?
-পুবলিউস ভের্গিলিউস মারো।
৪.তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কী কী?
-ইনিড, বুকোলিক্স, জর্জিক্স।
ফেরদৌসি
১.ফেরদৌসি কবে জন্মগ্রহণ করেন?
-৯৩৪ সালে।
২.ফেরদৌসি কবে মৃত্যুবরণ করেন?
-১০২০ সালে।
৩.শাহনামার রচয়িতা কে?
-ফেরদৌসি।
৪.প্রাচ্যের হোমার হিসেবে খ্যাত কে?
-ফেরদৌসি।
হোমার
১.ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটির রচয়িতা কে?
-হোমার।
২.প্রাচীন গ্রীসের জাতীয় কবি কে ছিলেন?
-হোমার।
৩.হোমার কোন ভাষার কবি?
-গ্রিক।
ওমর খৈয়াম
১.ওমর খৈয়াম কবে জন্মগ্রহণ করেন?
-১০৫০ সালে, ইরান।
২.ওমর খৈয়াম কবে মৃত্যুবরণ করেন?
-১১২৪ সালে।
৩.রুবাইয়াত গ্রন্থের রচয়িতা কে?
-ওমর খৈয়াম।
৪.রুবাইয়াৎ গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে?
-এডওয়ার্ড ফিটজেরাল্ড।
শেক্সপিয়র
১.শেক্সপিয়র কবে জন্মগ্রহণ করেন?
-২৩ এপ্রিল ১৫৬৪ সালে।
২.শেক্সপিয়র কবে মৃত্যুবরণ করেন?
-২৩ এপ্রিল ১৬১৬।
৩.তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী কী কী?
-জুলিয়াস সিজার, ম্যাকবেথ, মার্চেন্ট অব ভেনিস, হ্যামলেট, অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা উল্লেখযোগ্য।
৪.দার রচতি শেষ নাটক কোনটি?
-দ্য টেম্পেস্ট (১৬১১ সালে)।