Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4279
১.বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ড কবে গঠিত হয়?
-১৯৫২ সালে।
২.বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ডের সদস্য কত?
-১৫ জন।
২.বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ডের সদস্য কোথায়?
-ইস্কাটন, রমনা।
৩.বাংলাদেশের প্রথম সবাক চলচিত্রের পরিচালক কে?
-আবদুল জব্বার খান।
৪.স্বাধীন বাংলাদেশে প্রথম ঢাকা আন্তর্জাতিক চলচিত্র উৎসব অনুষ্ঠিত হয় কবে?
-১৯৮১ সালে।
৫.উপমহাদেশের চলচিত্রের জনক কে?
-হীরালাল সেন।
৬.বাংলাদেশের চলচিত্রের জনক কে?
-আব্দুল জব্বার খান।
৭.উপমহাদেশের প্রথম সবাক চলচিত্রের নাম কী?
-জামাইষষ্ঠী।
৮.সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি কোনটি?
-পথের পাঁচালি।
৯.সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান?
-১৯৯২ সালে।
১০.বাংলা ভাষায় নির্মিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচিত্র কোনটি?
-পথের পাঁচালি।
১১.সত্যজিৎ রায়ের কোন বিভাগে অস্কার পুরস্কার পান?
-লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য বিশেষ অস্কার পান।
১২.সত্যজিৎ রায়ের কোন ছবিতে অভিনয় করে বাংলাদেশের অভিনেত্রী ববিতা আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন?
-অশনি সংকেত।
১৩.বাংলা চলচিত্রের কোন অভিনেত্রী ডক্টরেট ডিগ্রী লাভ করেন?
-ববিতা।
১৪.বাংলা চলচিত্রের প্রথম অভিনেত্রী কে?
-পূর্নিমা সেনগুপ্তা।
১৫.বাংলা চলচিত্রের প্রথম মুসলমান অভিনেত্রী কে?
-বনানী চৌধুরী।
১৬.পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচিত্রের নাম কী?
-মুখ ও মুখোশ।
১৭.মুখ ও মুখোশ চলচিত্র মুক্তি পায় কবে?
-৩ আগস্ট ১৯৫৬ সালে।
১৮.প্রথম মুসলমান চলচিত্রকার কে?
-কাজী নজরুল ইসলাম।
১৯.মাটির ময়না চলচিত্রটির নির্মাতা?
-তারেক মাসুদ।
২০.চিত্রা নদীর পাড়ে চলচিত্রটির নির্মাতা কে?
-তানভীর মোকাম্মেল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    1466 Views
    by shihab

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]