- Sun Nov 15, 2020 10:52 am#4274
১.বন বিভাগ প্রতিষ্ঠা ও বন ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয় কখন?
-১৮৬২ সালে।
২.বন আইন প্রণীত হয় কখন?
-১৮৬৫ সালে।
৩.মাইনি হেড ওয়াটার সংরক্ষিত বন গঠিত হয় কখন?
-১৮৭৫ সালে।
৪.প্রথম কবে বনায়ন কার্যক্রম শুরু হয়?
-১৮৭১ সালে।
৫.বৈজ্ঞানিক বন ব্যবন্থাপনার জন্য সর্বপ্রথম সু্দিরবনের ওয়ার্কিং প্ল্যান তৈরি হয় কখন?
-১৮৯২ সালে।
৬.উপমহাদেশে বন নীতি প্রনীত হয় কবে?
-১৮৯৪ সালে।
৭.জুমিয়াদের অংশগ্রহণের টংগিয়া পদ্ধতিতে বনায়ন কার্যক্রম শুরু হয় কখন?
-১৯১২ সালে।
৮.প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয় কখন?
-১৯৬০ সালে সুন্দরবনে।
৯.সর্বপ্রথম ফরেস্ট ইনভেন্টরি করা হয় কবে?
-১৯৬১ সালে।
১০.সর্বপ্রথম বন সম্প্রসারণ শুরু হয় কখন?
-১৯৬৩ সালে।
১১.উপকূলীয় বনায়ন শূরু হয় কখন?
-১৯৬৬ সালে।
১২.বাংলাদেশের প্রথম জাতীয় বননীতি গৃহীত হয় কবে?
-১৯৭৯ সালে।
১৩.জাতীয় বৃক্ষরোপণ অভিযান কবে থেকে শুরু হয়?
-১৯৯২ সালে।
১৪.বাংলাদেশে প্রথম জাতীয় বননীতি গৃহীত হয় কবে?
-১৯৯২ সালে।
১৫.বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী পুরস্কার কবে প্রবর্তিত হয়?
-১৯৯৩ সালে।
১৬.জাতীয় বৃক্ষমেলা শুরু হয় কোন সালে?
-১৯৯৪ সালে।
১৭.সহ-ব্যবস্থাপনা পদ্ধতিতে কখন বন ব্যবস্থাপনা শুরু হয়?
-২০০৪ সালে।
১৮.বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চল কয় ধরনের?
-২ ধরনের।
১৯.কোন সাগরের কোল ঘেষে সুন্দরবন অবস্থিত?
-বঙ্গোপসাগর।
২০.দেশে ব্যবহৃত কাঠের কতভাগ সুন্দরবন থেকে আসে?
-৬০%।
২১.বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি আছে?
-৩৫টি জেলায়।
২২.রাষ্ট্রীয় বনভূমি কম কোন জেলায়?
-লালমনিরহাট।
২৩.সর্বাধিক রাষ্ট্রীয় বনভূমি আছে কোন বিভাগে?
-চট্টগ্রাম।
২৪.কোন দুটি বিভাগের সকল জেলায় রাষ্ট্রীয় বনভূমি আছে?
-সিলেট এবং ময়মনসিংহ বিভাগ।
২৫.শতকরা হারে সর্বাধিক বনভূমি আছে কোন জেলায়?
-বাগেরহাট জেলায়।
-১৮৬২ সালে।
২.বন আইন প্রণীত হয় কখন?
-১৮৬৫ সালে।
৩.মাইনি হেড ওয়াটার সংরক্ষিত বন গঠিত হয় কখন?
-১৮৭৫ সালে।
৪.প্রথম কবে বনায়ন কার্যক্রম শুরু হয়?
-১৮৭১ সালে।
৫.বৈজ্ঞানিক বন ব্যবন্থাপনার জন্য সর্বপ্রথম সু্দিরবনের ওয়ার্কিং প্ল্যান তৈরি হয় কখন?
-১৮৯২ সালে।
৬.উপমহাদেশে বন নীতি প্রনীত হয় কবে?
-১৮৯৪ সালে।
৭.জুমিয়াদের অংশগ্রহণের টংগিয়া পদ্ধতিতে বনায়ন কার্যক্রম শুরু হয় কখন?
-১৯১২ সালে।
৮.প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয় কখন?
-১৯৬০ সালে সুন্দরবনে।
৯.সর্বপ্রথম ফরেস্ট ইনভেন্টরি করা হয় কবে?
-১৯৬১ সালে।
১০.সর্বপ্রথম বন সম্প্রসারণ শুরু হয় কখন?
-১৯৬৩ সালে।
১১.উপকূলীয় বনায়ন শূরু হয় কখন?
-১৯৬৬ সালে।
১২.বাংলাদেশের প্রথম জাতীয় বননীতি গৃহীত হয় কবে?
-১৯৭৯ সালে।
১৩.জাতীয় বৃক্ষরোপণ অভিযান কবে থেকে শুরু হয়?
-১৯৯২ সালে।
১৪.বাংলাদেশে প্রথম জাতীয় বননীতি গৃহীত হয় কবে?
-১৯৯২ সালে।
১৫.বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী পুরস্কার কবে প্রবর্তিত হয়?
-১৯৯৩ সালে।
১৬.জাতীয় বৃক্ষমেলা শুরু হয় কোন সালে?
-১৯৯৪ সালে।
১৭.সহ-ব্যবস্থাপনা পদ্ধতিতে কখন বন ব্যবস্থাপনা শুরু হয়?
-২০০৪ সালে।
১৮.বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চল কয় ধরনের?
-২ ধরনের।
১৯.কোন সাগরের কোল ঘেষে সুন্দরবন অবস্থিত?
-বঙ্গোপসাগর।
২০.দেশে ব্যবহৃত কাঠের কতভাগ সুন্দরবন থেকে আসে?
-৬০%।
২১.বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি আছে?
-৩৫টি জেলায়।
২২.রাষ্ট্রীয় বনভূমি কম কোন জেলায়?
-লালমনিরহাট।
২৩.সর্বাধিক রাষ্ট্রীয় বনভূমি আছে কোন বিভাগে?
-চট্টগ্রাম।
২৪.কোন দুটি বিভাগের সকল জেলায় রাষ্ট্রীয় বনভূমি আছে?
-সিলেট এবং ময়মনসিংহ বিভাগ।
২৫.শতকরা হারে সর্বাধিক বনভূমি আছে কোন জেলায়?
-বাগেরহাট জেলায়।