Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4272
১.বাংলাদেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত?
-১৫,৮৬,১৪১।
২.বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত?
-পুরুষ ৭,৯৭,৪৭৭ ও নারী ৭,৮৮,৬৬৪ ।
৩.বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যার কত ভাগ?
-১.১০%।
৪.বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?
-৫০টি।
৫.পার্বত্য চট্টগ্রাম এ কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি রয়েছে?
-১১টি।
৬.বাংলাদেশের কোন দুটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
-খাসিয়া ও গারো।
৭.কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইসলাম ধর্মবলম্বী?
-পাঙন।
৮.মগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাহাড়ি এলাকায় কি নামে পরিচিত?
-মারমা।
৯. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মগ সমতল এলাকায় কি নামে পরিচিত?
-রাখাইন।
১০. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মগ কোন বংশোদ্ভত?
-মঙ্গোলীয়।
১১.মগদের আদিনিবাস কোথায় ছিল?
-আরাকান।
১২.খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
-পুঞ্জি।
১৩.পার্বত্য চট্টগ্রামের সার্কেল কতটি?
-৩টি।
১৪.চাকমা সার্কেলের প্রধান কে?
-চাকমা রাজা।
১৫.বোমাং সার্কেলের প্রধান কে?
-বোমাং রাজা।
১৬.মং সার্কেলের প্রধান কে?
-মং রাজা।

চাকমা
১.বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
-চাকমা।
২.চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
-ফেবো।
৩.চাকমা সমাজের প্রধান কে?
-চাকমা রাজা।
৪.পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংগঠনটি গঠন করেন কে?
-কামিনী মোহন দেওয়ান।
৫. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংগঠনটি পুন:গঠন করেন কে?
-মানবেন্দ্র নারায়ণ লারমা।
৬.পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয় কবে?
-১৮৬০ সালে।
৭.চাকমা গ্রামকে কি বলে?
-আদাম।
৮.চাকমারা গ্রামের প্রধানকে কী বলে?
-কার্বারী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    152 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    659 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]