- Fri Nov 13, 2020 1:13 pm#4261
১.বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষা কয়টি?
-৭,১১৭টি।
২.বিশ্বের সর্বাধিক নৃ-তাত্ত্বিক বা দেশি ভাষার দেশ কোনটি?
-পাপুয়া নিউগিনি।
৩.বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি?
-ইংরেজি।
৪.মাতৃভাষার সংখ্যা অনুসারে সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি?
-মান্দারিন বা চৈনিক।
৫.আন্তর্জাতিক ভাষা বর্ষ কোন সাল?
-২০০৮ সাল।
৬.আল কুরআন কোন ভাষায় অবতীর্ণ হয়?
-আরবি ভাষায়।
৭.বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় অবতীর্ন হয়?
-পালি ভাষায়।
৮.সর্বপ্রথম কোথায় লিখন পদ্ধতি আাবষ্কৃত হয়?
-মিশরে।
৯.সাংবিধানিকভাবে স্বীকৃত সর্বাধিক ভাষা রয়েছে কোন দেশে?
-বলিভিয়া।
১০.ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা কতটি?
-২২টি।
বিশ্বের শীর্ষ ভাষা
শীর্ষ ব্যবহৃত ভাষা
নাম – সংখ্যা (মিলিয়ন)
ইংরেজি – ১১৩২
মান্দারিন – ১১১৭
হিন্দি – ৬১৫
স্প্যানিশ – ৫৩৪
ফ্রেঞ্চ – ২৮০
আরবি – ২৭৪
বাংলা – ২৬৫
রুশ – ২৫৮
পর্তুগিজ – ২৩৪
ইন্দোনেশিয়া – ১৯৯
বিশ্বের সর্বাধিক ভাষার দেশ
অবস্থান – দেশ – মোট
প্রথম – পাপুয়া নিউগিনি – ৮৪০
দ্বিতীয় – ইন্দোনেশিয়া – ৭১০
তৃতীয় – নাইজেরিয়া – ৫২৪
চতুর্থ – ভারত – ৪৫৩
পঞ্চম – যুক্তরাষ্ট্র – ৩৩৫
ষষ্ঠ – অস্ট্রেলিয়া – ৩১৯
সপ্তম – চীন – ৩০৫
অষ্টম – মেক্সিকো – ২৯২
নবম – ক্যামেরুন – ২৭৫
দশম – ব্রাজিল – ২২৮
-৭,১১৭টি।
২.বিশ্বের সর্বাধিক নৃ-তাত্ত্বিক বা দেশি ভাষার দেশ কোনটি?
-পাপুয়া নিউগিনি।
৩.বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি?
-ইংরেজি।
৪.মাতৃভাষার সংখ্যা অনুসারে সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি?
-মান্দারিন বা চৈনিক।
৫.আন্তর্জাতিক ভাষা বর্ষ কোন সাল?
-২০০৮ সাল।
৬.আল কুরআন কোন ভাষায় অবতীর্ণ হয়?
-আরবি ভাষায়।
৭.বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় অবতীর্ন হয়?
-পালি ভাষায়।
৮.সর্বপ্রথম কোথায় লিখন পদ্ধতি আাবষ্কৃত হয়?
-মিশরে।
৯.সাংবিধানিকভাবে স্বীকৃত সর্বাধিক ভাষা রয়েছে কোন দেশে?
-বলিভিয়া।
১০.ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা কতটি?
-২২টি।
বিশ্বের শীর্ষ ভাষা
শীর্ষ ব্যবহৃত ভাষা
নাম – সংখ্যা (মিলিয়ন)
ইংরেজি – ১১৩২
মান্দারিন – ১১১৭
হিন্দি – ৬১৫
স্প্যানিশ – ৫৩৪
ফ্রেঞ্চ – ২৮০
আরবি – ২৭৪
বাংলা – ২৬৫
রুশ – ২৫৮
পর্তুগিজ – ২৩৪
ইন্দোনেশিয়া – ১৯৯
বিশ্বের সর্বাধিক ভাষার দেশ
অবস্থান – দেশ – মোট
প্রথম – পাপুয়া নিউগিনি – ৮৪০
দ্বিতীয় – ইন্দোনেশিয়া – ৭১০
তৃতীয় – নাইজেরিয়া – ৫২৪
চতুর্থ – ভারত – ৪৫৩
পঞ্চম – যুক্তরাষ্ট্র – ৩৩৫
ষষ্ঠ – অস্ট্রেলিয়া – ৩১৯
সপ্তম – চীন – ৩০৫
অষ্টম – মেক্সিকো – ২৯২
নবম – ক্যামেরুন – ২৭৫
দশম – ব্রাজিল – ২২৮