Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4260
বৃহস্পতি
১.বৃহস্পতির উপগ্রহ কয়টি?
-৭৯টি।
২.বৃহস্পতির সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম কী?
-গ্যানিমেডি।
৩.নিজ অক্ষের ওপর দ্রুততম ঘূর্ণায়মান গ্রহ কোনটি?
-বৃহস্পতি।
৪.যুক্তরাষ্ট্র কবে বৃহস্পতিতে গ্যালিলিও মিশন পাঠায়?
-১৮ অক্টোবর ১৯৮৯।
৫.বৃহস্পতি গ্রহে গ্যালিলিও অবতরণ করে কবে?
-৭ ডিসেম্বর ১৯৯৫ সালে।
৬.গ্যালিলিও কী?
-পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

শনি
১.শনি পৃথিবীর চেয়ে কতগুণ বড়?
-৯গুন।
২.শনির উপগ্রহ কয়টি?
-৮২টি।
৩.শনির টাইটাইন উপগ্রহ আবিষ্কৃত হয় কবে?
-২৫ মার্চ ১৬৫৫ সালে।
৪.শনির চতুর্দিকে বেষ্টনকারী বলয়ের সংখ্যা কতটি?
-৩টি।

ইউরেনাস
১.ইউরেনাস আবিষ্কৃত হয় কবে?
-১৩ মার্চচ ১৭৮১ সালে।
২.ইউরেনাস এর উপগ্রহ কতটি?
-২৭টি।

নেপচুন
১.নেপচুন এর ব্যাস কত?
-৪৮,৪০০ কিমি।
২.নেপচুন আবিষ্কৃত হয় কবে?
-২৩ সেপ্টেম্বর।
৩.নেপচুন এর উপগ্রহ কতটি?
-১৪টি।
৪.সৌরজগতের কোন গ্রহে বায়ুপ্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি?
-নেপচুন, ঘন্টায় ২০০০ কিমি।

বামন গ্রহ
১.গ্রহ হওয়ার যোগ্যতা কতটি?
-৩টি।
২.বামন গ্রহের সংঙ্গা কী?
-কোনো বস্তুপিন্ডের মধ্যে গ্রহের প্রথম দুটো বৈশিষ্ট্য থাকলেও তৃতীয় বৈশিষ্ট্যটি অনুপস্থিত থাকলে এবং এটি অন্য কোনো গ্রহের উপগ্রহ না হয়ে থাকলে তাকে বলা হয় বামন গ্রহ।
৩.সৌরজগতের বামন গ্রহ কতটি ও কী কী?
-৩টি।

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন