Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4259
১.ইংরেজি ফরেস্ট এবং ফরেস্ট্রি শব্দের অর্থ কী?
-ফরেস্ট শব্দের অর্থ: বন ও ফরেস্ট্রি অর্থ হলো: বনাঞ্চল বা বন বিষয়ক বিজ্ঞান।
২.ফরেস্ট শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
-ল্যাটিন ভাষার ফরিস শব্দ থেকে।
৩.বাংলাদেশের বনাঞ্চলকে কয় শ্রেনীতে ভাগ করা হয়েছে?
-৫টি।
৪.দেশের কোন বণাঞ্চল চিরহরিৎ বন নামে পরিচিত?
-পার্বত্য বানাঞ্চল।
৫.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
-ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
৬.পরিবেশের জন্য ক্ষতিকারক গাছ কোনটি?
-ইউক্যালিপটাস।
৭.কোন গাছের ছাল দিয়ে রঙ প্রস্তুত করা হয়?
-গরান।
৮.কোন গাছ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে?
-বাঁশ গাছ।
৯.কোন গাছকে ‘সূর্যযকন্যা’ বলা হয়?
-তুলা গাছকে।
১০.পরিবেশ রক্ষার কাজে কোন গাছটি সহায়ক?
-নিম গাছ।
১১.বাংলাদেশের সবচেয়ে উচু বৃক্ষের নাম কী?
-বইলাম।
১২.পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের নাম কী?
-রেড উড।
১৩.পৃথিবীর সবচেয়ে বেশি পরমায়ুবিশিষ্ট গাছ কোনটি?
-রেড উড।
১৪.রেড উড গাছ কোন এলাকায় জন্মে?
-ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
১৫.বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত?
-২৫,৮৭,৭০০ হেক্টর।
১৬.বণ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বনভূমির পরিমাণ কত?
-১৬ লক্ষ হেক্টর।
১৭.বাংলাদেশের বনভূমি মোট আয়তনের কতভাগ?
-১৭.৬২%।
১৮.বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ বাংলাদেশেন মোট ভূমির কত শতাংশ?
-১৯.৮৯%।
১৯.পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চলের প্রয়োজন?
-২৫%।
২০.বাংলাদেশের জনপতি বনভূমির পরিমাণ কত?
-০.০২ হেক্টর।
২১.বণাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির কত ভাগ পূরণ করে?
-৬০%।
২২.বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন বিভাগে?
-চট্টগ্রাম বিভাগে।
২৩.অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি।
২৪.রাতারগুলের আয়তন কত?
-৫০৪ একর।
২৫.জলাভূমির উল্লেখযোগ্য বৃক্ষ কোনটি?
-হিজল, করচ, পিটারী, বরুন ইত্যাদি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2008 Views
    by tamim
    0 Replies 
    1646 Views
    by raja
    0 Replies 
    1584 Views
    by mousumi
    0 Replies 
    2036 Views
    by kajol
    0 Replies 
    1743 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]