Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4257
পুন্ড্র
১.বাংলার প্রাচীনতম শহর কোনটি?
-পুন্ড্র।
২.পুন্ড্রনগরের নাম পরবর্তীতে কি হয়?
-মহাস্থানগড়।
৩.প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি?
-পুন্ড্র।
৪.পুন্ড্র জনপদের রাজধানী কোথায় ছিল?
-পুন্ড্রনগর।
৫.বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল কোনটি?
-পুন্ড্র।
৬.বাংলাদেশে পাওয়া প্রাচীন লিপি পাওয়া যায় কোথায়?
-পুন্ড্র জনপদে।

বরেন্দ্র
১.বরেন্দ্র বলতে কি বোঝায়?
-উত্তরবঙ্গ।
২.বরেন্দ্র জনপদ অন্য কি নামে পরিচিত?
-বরেন্দ্রী বা বেরন্দ্রভূমি।
৩.উত্তরবঙ্গ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-বরেন্দ্র।
৪.বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
-রাজশাহী।
৫.বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়?
-উত্তর-পশ্চিমবঙ্গ।
৬.বরেন্দ্র বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়?
-রাজশাহী।

চন্দ্রদ্বীপ
১.চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র ছিল কোন জেলা?
-বরিশাল।
২.কোন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে ছিল?
-চন্দ্রদ্বীপ।

বাংলার প্রাচীন জনপদসমূহ
জনপদ – বর্তমান অঞ্চল
গৌড় – উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ ও চাঁপাইনবাবগঞ্জ
বঙ্গ – ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি, বৃহত্তম বগুড়া, পাবনা, ময়মনসিংহ, জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালীর কিছু অংশ, যশোর ও নদীয়া
পুন্ড্র – বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, ও দিনাজপুর জেলার অংশবিশেষ।
হরিকেল – চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট।
সমতট – বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
বরেন্দ্র বা বরেন্দ্রভূমি – বগুড়া, পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর, ও দিনাজপুরের কিছু অংশ।
তাম্রলিপ্তি – বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা
চন্দ্রদ্বীপ – বরিশাল
উত্তর রাঢ় – মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, সমগ্র বীরভূম জেলা, ও বর্ধমান জেলার কাটোয়া মহকুমা
দক্ষিণ রাঢ় – বর্ধমানের দক্ষিনাংশ, হুগলির বহুলাংশ ও হাওড়া জেলা
বাংলা – খুলনা, বরিশাল ও পটুয়াখালী
বিক্রমপুর – মুন্সিগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল
সপ্তগাঁও – খুলনা ও সমুদ্র তীরবর্তী অঞ্চল
কামরূপ – রংপুর, জলপাইগুড়ি, ও আসামের কামরূপ জেলা
আরাকান – কক্সবাজার, মিয়ানমারের কিছু অংশ ও কর্ণফুলী নদীর দক্ষিণ অঞ্চল
সূহ্ম – গঙ্গা- ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূ-ভাগ, আধুনিক মত অনুসারে বর্ধমানের দক্ষিনাঞ্চল, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  407 Views
  by tasnima
  0 Replies 
  819 Views
  by fahimfateehunkarim
  0 Replies 
  431 Views
  by tamim
  0 Replies 
  841 Views
  by rekha
  0 Replies 
  605 Views
  by rekha

  এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

  ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন