- Thu Nov 12, 2020 2:46 pm#4248
১. আমাজন
১.আমাজন কোন কোন দেশ নিয়ে বিস্তত?
-বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ফরাসি, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনিজুয়েলা।
২.আমাজন কত বর্গকিমি এলাকা নিয়ে বিস্তত?
-৭০ লক্ষ বর্গ কিমি।
৩.পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটি?
-আমাজন।
২.পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী
১.পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী কোন দেশে অবস্থিত?
-ফিলিপাইন।
২.বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ নদীর নাম কী?
- পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী।
৩.ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-১৯৯৯ সালে।
৩. হালং বে
১.হালং বে কোথায় অবস্থিত?
-কুয়াং নিন, ভিয়েতনাম।
২.হালং বে এর আয়তন কত?
-১,৫৫৩ বর্গকিমি।
৩.ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-১৯৯৪ সালে।
৪.ইগুয়াজু জলপ্রপাত
১.ইগুয়াজু জলপ্রপাত কোন দুটি দেশে অবস্থিত?
-ব্রাজিল ও আর্জেন্টিনা।
২.ইগুয়াজু জলপ্রপাতের দৈর্ঘ্য কত?
-২.৭ কিমি।
৩. ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-আর্জেন্টিনার অংশকে ১৯৮৪ সালে এবং ব্রাজিলের অংশকে ১৯৮৭ সালে।
৫.জেজু দ্বীপ
১.জেজু দ্বীপ কোন দেশে অবস্থিত?
-দক্ষিণ কোরিয়া।
২.জেজু দ্বীপের আয়তন কত?
-১,৮৪৬ বর্গকিমি।
৩.দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পাহাড় ‘হ্যালাসান’ কোথায় অবস্থিত?
-জেজু দ্বীপে।
৬.টেবল মাউন্টেন
১.টেবল মাউন্টেন কোথায় অবস্থিত?
-কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা।
২.বিশ্বের একমাত্র কোন প্রাকৃতিক সৌন্দর্যের নামকরণ করা হয় একগুচ্ছ নক্ষত্রের নামে?
-টেবল মাউন্টেন।
৩.আফ্রিকার প্রবেশদ্বার বলা হয় কাকে?
-টেবল মাউন্টেনকে।
৭. কমোডো ন্যাশনাল পার্ক
১.কমোডো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
-ইন্দোনেশিয়ায়।
২.কমোডো ন্যাশনাল পার্কের আয়তন কত?
-১.৮১৭ বর্গকিমি।
৩.ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-১৯৯১ সালে।
নতুন সপ্তাশ্চর্যের শহর
শহর – দেশ
বৈরুত – লেবানন
দোহা – কাতার
ডারবান – দক্ষিণ আফ্রিকা
হাভানা – কিউবা
কুয়ালালামপুর – মালয়েশিয়া
লা পাজ – বলিভিয়া
ভিগান - ফিলিপাইনস
১.আমাজন কোন কোন দেশ নিয়ে বিস্তত?
-বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ফরাসি, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনিজুয়েলা।
২.আমাজন কত বর্গকিমি এলাকা নিয়ে বিস্তত?
-৭০ লক্ষ বর্গ কিমি।
৩.পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটি?
-আমাজন।
২.পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী
১.পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী কোন দেশে অবস্থিত?
-ফিলিপাইন।
২.বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ নদীর নাম কী?
- পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী।
৩.ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-১৯৯৯ সালে।
৩. হালং বে
১.হালং বে কোথায় অবস্থিত?
-কুয়াং নিন, ভিয়েতনাম।
২.হালং বে এর আয়তন কত?
-১,৫৫৩ বর্গকিমি।
৩.ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-১৯৯৪ সালে।
৪.ইগুয়াজু জলপ্রপাত
১.ইগুয়াজু জলপ্রপাত কোন দুটি দেশে অবস্থিত?
-ব্রাজিল ও আর্জেন্টিনা।
২.ইগুয়াজু জলপ্রপাতের দৈর্ঘ্য কত?
-২.৭ কিমি।
৩. ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-আর্জেন্টিনার অংশকে ১৯৮৪ সালে এবং ব্রাজিলের অংশকে ১৯৮৭ সালে।
৫.জেজু দ্বীপ
১.জেজু দ্বীপ কোন দেশে অবস্থিত?
-দক্ষিণ কোরিয়া।
২.জেজু দ্বীপের আয়তন কত?
-১,৮৪৬ বর্গকিমি।
৩.দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পাহাড় ‘হ্যালাসান’ কোথায় অবস্থিত?
-জেজু দ্বীপে।
৬.টেবল মাউন্টেন
১.টেবল মাউন্টেন কোথায় অবস্থিত?
-কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা।
২.বিশ্বের একমাত্র কোন প্রাকৃতিক সৌন্দর্যের নামকরণ করা হয় একগুচ্ছ নক্ষত্রের নামে?
-টেবল মাউন্টেন।
৩.আফ্রিকার প্রবেশদ্বার বলা হয় কাকে?
-টেবল মাউন্টেনকে।
৭. কমোডো ন্যাশনাল পার্ক
১.কমোডো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
-ইন্দোনেশিয়ায়।
২.কমোডো ন্যাশনাল পার্কের আয়তন কত?
-১.৮১৭ বর্গকিমি।
৩.ইউনেস্কো কবে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
-১৯৯১ সালে।
নতুন সপ্তাশ্চর্যের শহর
শহর – দেশ
বৈরুত – লেবানন
দোহা – কাতার
ডারবান – দক্ষিণ আফ্রিকা
হাভানা – কিউবা
কুয়ালালামপুর – মালয়েশিয়া
লা পাজ – বলিভিয়া
ভিগান - ফিলিপাইনস