Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4243
দেব শাসন
১.দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল?
-দেব পর্বত।
২.দেব পর্বত কোথায় অবস্থিত ছিল?
-কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে।
৩.দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়?
-৭৪০ থেকে ৮৯৯ খ্রিষ্টাব্দ।

চন্দ্র শাসন
১.চন্দ্র বংশের রাজারা কোন রাজ্যের শাসক ছিলেন?
-পূর্ব ও দক্ষিণাংশে ।
২.চন্দ্র বংশের শাসনকাল কত পর্যন্ত বিস্তত?
-দশম-একাদশ শতক।
৩.চন্দ্র বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন?
-ত্রৈলোক্যচন্দ্র।
৪.ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় পর্যন্ত রাজত্ব করেছেন?
-৯০০-৯৩০ খ্রিষ্টাব্দ।
৫.পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ কার উপাধি?
-শ্রীচন্দ্রের।
৬.শ্রীচন্দ্র কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রাজত্ব করেছেন?
-৯৩০-৯৭৫ খ্রিষ্টাব্দ।
৭.চন্দ্রবংশীয় কোন রাজা মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুরে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী স্থাপন করেন?
-শ্রীচন্দ্র।

সেন শাসন
১.সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
-হেমন্ত সেন।
২.বিজয় সেনের পিতার নাম কী?
-হেমন্ত সেন।
৩.সেন বংশের প্রধান স্বাধীন রাজা কে?
-বিজয় সেন।
৪.দান সাগর ও অদ্ভত সাগর গ্রন্থের লেখক কে?
-বল্লাল সেন।
৫.লক্ষণ সেন কবে সিংহাসন আরোহণ করেন?
-১১৭৯ সালে।
৬.তবকাতে নাসিরী গ্রন্থের লেখক কে?
-মিনহাজ-উস-সিরাজ।
৭.কার নামানুসারে রাজধানী গৌড়ের নাম হয় লক্ষণাবর্তী?
-লক্ষণ সেন।
৮.সর্বপ্রথম ‘গৌড়েশ্বর’ উপাধি ধারণ করেন কে?
-লক্ষণ সেন।
৯.লক্ষণ সেনের অস্থায়ী রাজধানীর নাম কী ছিল?
-নদীয়া।
১০.লক্ষণ সেন কবে মারা যান?
-১২০৬ সালে।
১১.সেন রাজাদের পূর্ব পুরুষেরা কোন দেশের অধিবাসী ছিলেন?
-দাক্ষিণাত্যের কর্ণাটক।
১২.কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে?
-বিজয় সেনের।
১৩.লক্ষণ সেন কোন ধর্মাবলম্বী ছিলেন?
-বৈষ্ণব।

সেন বংশের প্রথম রাজা – হেমন্ত সেন
সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা – বিজয় সেন
সেন বংশের সর্বশেষ ও বাংলার শেষ হিন্দু রাজা – লক্ষণ সেন
কৌলিন্য প্রথার প্রবর্তক – বল্লাল সেন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by fency
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    110 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]