Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4237
১.বিশ্বের প্রথম ক্লোন মানব শিশুর নাম কি?
-ইভ (জন্ম ২৬ ডিসেম্বর ২০০২) ।
২.প্রথম মানব ক্লোনকারী প্রতিষ্ঠান ক্লোনাইডের প্রধান কে?
-ব্রিজিট বোইসোলিয়ার।
৩.বিশ্বের প্রথম ক্লোন করা উটের নাম কি?
-ইনজাজ।
৪.ক্লোন শব্দটির প্রথম ব্যবহার হয় কত সালে?
-১৯৬৩ সালে।
৫.ডিএনএ এর পূর্ণরূপ কী?
-ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড।
৬.ডিএনএর গঠন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
-জেমস ওয়াটসন ও ফান্সিস ক্রিক।
৭.বিশ্বের প্রথম ক্লোন নেকড়ের নাম কি?
-স্নোউল্ফ এবং স্নোউল্ফি।
৮.বিশ্বের প্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয়?
-ভেড়ার।
৯.সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ট ভেড়ার নাম কি?
-ডলি।
১০.বিশ্বের প্রথম ক্লোন বিড়াল ছানার নাম কি?
-সিসি।
১১.বিশ্বের প্রথম ক্লোন বানর সাবকের নাম কী?
-টেট্রা।

টেস্টটিউব শিশু
১.টেস্টটিউব বেবির জনক কে?
-রবার্ট জি এডওয়ার্ড।
২.কত তারিখে বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়?
-২৯ মে ২০০১।
৩.বিশ্বের প্রথম তথা নারী টেস্টটিউব বেবি কে?
-লুইস ব্রাউন।
৪.লুইস ব্রাউন কবে কোথায় জন্মগ্রহণ করেন?
-২৫ জুলাই ১৯৭৮, ইংল্যান্ড।
৫.বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্টটিউব শিশু তিনটির কি নাম রাখা হয়েছে?
-হিরা, মণি, মুক্তা।
৬.টেস্টটিউব এর মাধ্যমে বাংলাদেশে যে দম্পতি সন্তান ধারণ করেছেন তাদের নাম কি?
-মো: আবু হানিফ ও ফিরোজা বেগম।
৭.বিশ্বের প্রথম পুরুষ টেস্টটিউব বেবির নাম কি?
-এলিস্টার ম্যাকডোনাল্ড।
৮.বিশ্বে প্রথম হিমায়িত ভ্রণ শিশুর জন্ম হয় কখন?
-১৯৮৪ সালে।
৯.বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম কী?
-অপ্সরা।
১০.অপ্সরার ডাক্তার কে?
-অধ্যাপিকা ডা. রাশিদা বেগম।

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন