Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4235
উত্তরা গণভবন
১.উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
-নাটোর।
২.উত্তরা গণভবন কে নির্মাণ করেন?
-রাজা দয়ারাম রায়।
৩.কত সালে উত্তরা গণভবনকে গভর্নর হাউসে রূপান্তর করা হয়?
-২৪ জুলাই ১৯৬৭ সালে।
৪.কে এই রাজবাড়ির নাম উত্তরা গণভবন করেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫.উত্তরা গণভবনের প্রথম মন্ত্রিসভায় বৈঠক করেন কে?
-রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৭ নভেম্বর ১৯৮০ সালে।

লালবাগ কেল্লা
১.লালবাগ কেল্লার আদি নাম কী?
-আওরঙ্গবাদ দুর্গ।
২.লালবাগ কেল্লা কী?
-মুঘল প্রাসাদ।
৩.লালবাগ কেল্লা কে নির্মাণ করেন?
-সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আযম শাহ।
৪.লালবাগের কেল্লা নির্মাণ কাজ সমাপ্ত করেন কে?
-শায়েস্তা খান।
৫.লালবাগের কেল্লার অভ্যন্তরে কার কবর রয়েছে?
-শায়েস্তা খানের কন্যা বিবি পরীর।

বাহাদুর শাহ পার্ক
১.বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
-ঢাকা।
২.বাহাদুর শাহ পার্ক কোন বিদ্রোহের সাথে জড়িত?
-সিপাহী বিদ্রোহ।
৩.কবে এ পার্কের নাম করণ করা হয় ভিক্টোরিয়া পার্ক?
-১৮৫৮ সালে।
৪.কবে বাহাদুর শাহ পার্ক নামকরণ করা হয়?
-১৯৫৭ সালে।

বড় কাটরা
১.বড় কাটরা ঢাকা মহানগরের কোথায় অবস্থিত?
-চকবাজারে।
২.ঢাকার ঐতিহাসিক বড় কাটরা কে নির্মাণ করেন?
-সুবাদার শাহ সুজা।
৩.বড় কাটরা কোন আমলে নির্মিত হয়?
-মুঘল আমলে।
৪.বড় কাটরার নির্মাণকাল কত?
-১৬৪৩-৪৪ সালে।

ছোট কাটরা
১.ছোট কাটরা ঢাকা মহানগরের কোথায় অবস্থিত?
-চকবাজারে।
২.ঢাকার ঐতিহাসিক ছোট কাটরা কে নির্মাণ করেন?
-সুবাদার শায়েস্তা খান।
৩.কবে ছোট কাটরা নির্মান করা হয়?
-১৬৬৩-৬৪ সালে।
৪.বাংলার কোন সুবাদার ছোট কাটরায় বসবাস করেন?
-শায়েস্তা খান।

হোসনি দালান
১.হোসেনি দালান কে নির্মাণ করেন?
-সৈয়দ মুরাদ।
২.হোসনি দালান কি?
-মিয়া সম্প্রদায়ের একটি ইমারত।
৩.হোসনি দালান কোথায় অবস্থিত?
-বকশীবাজার, ঢাকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]