Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4234
সূর্য
১.সূর্যের ব্যাস কত?
-১৩,৮৪,০০০ কিমি।
২.সূর্যের গ্যাসীয় উপাদান কী কী?
-হাইড্রোজেন (৭৩.৪৬%), হিলিয়াম (২৪.৮৫%), অক্সিজেন (০.৭৭%), কার্বন (০.২৯%), লোহা (০.১৬%), নিয়ন (০.১২%), নাইট্রোজেন (০.০৯%), সিলিকন (০.০৭%), ম্যাগনেসিয়াম (০.০৫%), সালফার (০.১০%)।
৩.পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
-সূর্য।
৪.সূর্য চন্দ্র অপেক্ষা কতগুন বড়?
-২ কোটি ৩০ লক্ষ গুন।
৫.সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড়?
-১৩ লক্ষ গুণ।
৬.কোন শক্তির বলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে?
-কেন্দ্রমুখী বা অভিকেন্দ্রিক শক্তি।
৭.সূর্যের সমস্ত তাপের কতভাগ আমরা পেয়ে থাকি?
-২০০ কোটি ভাগের এক ভাগ।
৮.সূর্য কত সময়ে একবার নিজ গ্যালাক্সির চতুর্দিকে পরিভ্রমণ করে?
-২০ কোটি বছরে।
৯.সৌরশক্তির ক্রিয়া কে উদ্ভাবন করেন?
-আলবার্ট আইনস্টাইন।
১০.সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে?
-৫,০৮,০০০ বিলিয়ন অশ্বশক্তি।
১১.প্রতি সেকেন্ড সূর্যে কত টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে শক্তি উৎপন্ন হয়?
-৬০,০০,০০,০০০ টন।
১২.সূর্য কর্তৃক প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তির ওজন কত?
-৫০,০০,০০০ টন।
১৩.সূর্য কোন ছায়াপথে অবস্থিত?
-মিল্কিওয়েতে।
১৪.সৌরবিচ্ছুরণ কি?
-সূর্যপৃষ্ঠে মাঝে মাঝে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। ফলে আগুণের শিখা অনেক দূর পর্যন্ত বিচ্ছুরিত হয়। এটিকে সৌরবিচ্ছুরণ বলে।
১৫.সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
-৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড।
১৬.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
-৮ মিনিট ১৯ সেকেন্ড।
১৭.সূর্যের নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে কত?
-২৫দিন।
১৮.সূর্য ব্যাতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
-প্রক্সিমা সেন্টরাই।
১৯.সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে-এ কথা প্রথম কে বলেন?
-কোপার্নিকাস।
২০.সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
-হাইড্রোজেন।
২১.কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
-দুপুর ১২ টা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    663 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]