Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4232
১. চিচেন ইতজা
১.চিচেন ইতজার অবস্থান কোথায়?
-জুকাট্যান উপদ্বীপ, মেক্সিকো।
২.চিচেন ইতজার আয়তন কত?
-১০০ বর্গকিলোমিটার।
৩.চিচেন ইতজা পরিত্যক্ত হয় কত সালে?
-আনুমানিক ১৪০০ খ্রিষ্টাব্দে।
৪.চিচেন ইতজা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কবে?
-১৯৮৮ সালে।

২. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার
১.স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমারের অবস্থান কোথায়?
-করকোভোডো পাহাড়, টিজুরা ফরেস্ট ন্যাশনাল পার্কম রিও ডি জেনিরো, ব্রাজিল।
২. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমারের নির্মাণকাল কত সালে?
-১৯২৬-১৯৩১ সালে।
৩. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমারের উদ্বোধন করা হয় কবে?
-১২ অক্টোবর ১৯৩১ ।
৪. স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমারের স্থপতি কে?
-হেইটর ডি সিলভা কস্টা (ব্রাজিল)।

৩. চীনের মহাপ্রাচীর
১.মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা কোনটি?
-চীনের মহাপ্রাচীর।
২.চীনের মহাপ্রাচীরের স্থানীয় নাম কি?
-ছাংছং।
৩.চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয় কবে?
-আনুমানিক খ্রিষ্টপূর্ব ২২১ অব্দে।
৪.চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য কত?
-৮,৮৫১.৮ কিমি
৫.নির্মাণকালে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত ছিল?
-২১,১৯৬.১৮ কিমি।
৬.চীনের মহাপ্রাচীর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কত সালে?
-১৯৮৭ সালে।

৪. মাচুপিচ্চু
১. মাচুপিচ্চুর অবস্থান কোথায়?
-উরুবামবা উপত্যকা, আন্দিজ পর্বতমালা, পেরু।
২. মাচুপিচ্চুরি নির্মাতা কে?
-ইনকা রাজা প্যাচাকুটেক।
৩. মাচুপিচ্চুর আবিষ্কারক কে?
-হিরাম বিঙহ্যাম।
৪. মাচুপিচ্চু বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কত সালে?
-১৯৮৩ সালে।

৫. পেত্রা নগরী
১. পেত্রা নগরীর অবস্থান কোথায়?
-ওয়াদি মুসা বা মুসার উপত্যকা, জর্ডান।
২. পেত্রা নগরীর নির্মাণকাল কত সালে?
-খ্রিষ্টপূর্ব ৪০ থেকে ৯ খ্রিষ্টাব্দ।
৩. পেত্রা নগরীর আবিষ্কারক কে?
-সুইস পর্যটক জোহান লুইস বার্ক হার্ডিট।
৪. পেত্রা নগরী গড়ে ওঠে কার সময়ে?
-রাজা এরিটাস শাসনকালে।
৫. পেত্রা নগরী বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কবে?
-১৯৮৫ সালে।

৬. রোমের কল’সীয়াম
১.রোমের কল’সীয়াম এর অবস্থান কোথায়?
-ফোরাম, রোম, ইতালি।
২. রোমের কল’সীয়াম এর নির্মাণকাল কত?
-৭০/৭২-৮০ খ্রিষ্টাব্দ।
৩. রোমের কল’সীয়াম এর নির্মাতা কে?
-সম্রাট ভেসপেসিয়ান ও সম্রাট টাইটাস।
৪. রোমের কল’সীয়াম বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কবে?
-১৯৮০ সালে।

৭. তাজমহল
১.তাজমহলের অবস্থান কোথায়?
-আগ্রা, উত্তর প্রদেশ, ভারত।
২. তাজমহলের নির্মাণকাল কত?
-১৬৩২-১৬৫৩ সালে।
৩. তাজমহলের নির্মাতা কে?
-সম্রাট শাহজাহান।
৪. তাজমহলের মূল নকশাবিদ কে?
-ওস্তাদ আহমেদ লাহোরি, মতান্তরে ওস্তাদ ঈসা সিরাজী।
৫. তাজমহলের আয়তন কত?
-মূল সমাধিসহ ১৭ হেক্টর বা ৪২ একর।
৬. তাজমহল বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় কত সালে?
-১৯৮৩ সালে।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]