Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4231
১.চতুর্মুখী মক্কা ক্লক টাওয়ারের ডয়াল কত মিটার?
-৪৩ মিটার।
২.মক্কা ক্লক টাওয়ার কবে চারু হয়?
-১১ আগস্ট ২০১০ সালে।
৩.মক্কা ক্লকটি কোন সমেয়ের হিসেবে তৈরি করা হয়েছে?
-মক্কা মান সময়।
৪.মক্কা মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
-৩ ঘন্টা।
৫.বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘড়ির নাম কি?
-সেবাহির মল ক্লক (ইস্তানবুল, তুরস্ক)।

বিগবেন
১.বিগবেন এর অফিসিয়াল নাম কি?
-গ্রেট বেল।
২.চতুর্মূখী ঘন্টাধ্বনি দেয়া ঘড়ি বিগবেন এর ঘন্টা ধ্বনি বেজে ওঠে?
-১০ জুলাই ১৮৫৯ সালে।
৩.বিগবেন ঘড়িটির যাত্রা শুরু হয় কবে?
-অগাস্টাস পুগিন।
৪.বিগবেন এর ডিজাইনার কে?
-এডমুন্ড ব্যাকেট ডেনিসন ও লর্ড গ্রিমথর্প।
৫.বিগবেন ঘড়িটি কোন টাওয়ারে অবস্থিত?
-এলিজাবেথ টাওয়ার, লন্ডন।
৬.এলিজাবেথ টাওয়ারের পূর্ব নাম কি ছিল?
-ক্লক টাওয়ার।
৭.বিগ বেন ঘড়ির চেয়ে মক্কা ক্লক কত গুণ বড়?
-৬ গুন।
৮.GMT এর পূর্ণরূপ কী?
-Greenwich Mean Time.
৯. ইউনিভার্সেল স্ট্যন্ডার্ড টাইম হিসেবে বিশ্ববাসী GMT এর ব্যবহার শুরু করে কবে?
-১৮৬৪ সালে।
১০.গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত ঘন্টা?
-৬ ঘন্টা।

স্ট্যাচু অব লিবার্টি
১.কবে স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়েছিল?
-২৮ অক্টোবর ১৮৮৬ সালে।
২.স্ট্যাচু অব লিবার্টির স্থপতি কে?
-ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি।
৩.ফ্রান্সে স্ট্যাচু অব লিবার্টি নির্মাণ কাজ শুরু হয় কখন?
-১৮৭৫ সালে।
৪.স্ট্যাচু অব লিবার্টির নির্মাণ কাজ শেষ হয় কখন?
-জুন ১৮৮৪ সালে।
৫.মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ?
-ফ্রান্স।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]