Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4228
শশাঙ্ক
১.বাঙালি রাজাদের মধ্যে সার্বভৌম নরপতি কে?
-শশাঙ্ক।
২.শশাঙ্ক কবে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?
-৬০৬ সালে।
৩.শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
-কর্ণসূবর্ণ।
৪.বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?
-রাজা শশাঙ্ক।
৫.সপ্তম শতকে কাকে গৌড়রাজ বলা হতো?
-শশাঙ্ক।
৬.শশাঙ্ক কত সাল পর্যন্ত গৌড়রাজ্যে রাজত্ব করেছিল?
-৬১৯ সাল পর্যন্ত।
৭.রাজা শশাঙ্কের সময়কালে উত্তর ভারতের সবচেয় শক্তিশালী রাজা কে ছিলেন?
-হর্ষবর্ধন।
৮.কোন গৌড় রাজার মৃত্যুর পর গৌড় ও বঙ্গ এক মস্ত বড় বিপর্যয়ের কবলে পড়ে?
-শশাঙ্ক।
বাংলার প্রথম সার্বভৌম রাজা – শশাঙ্ক
গৌড়ের স্বাধীন নরপতি – শশাঙ্ক
প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি – শশাঙ্ক

মাৎস্যন্যায়
১.মাৎস্যন্যায় বলতে কি বোঝায়?
-রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে সৃষ্ট চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাকে মাৎস্যন্যায় বলে।
২.মাৎস্যন্যায় ধারাটি কিসের সাথে সম্পর্কিত?
-আইন শৃঙ্খলাবিহীন অরাজকতা।
৩.মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
-৭ম – ৮ম শতক।

পাল শাসন
১.৬৩৮ সালে হিউয়েন সাং বাংলা পরিভ্রমণকালে কতটি স্বাধীন রাজ্যের উল্লেখ করেছেন?
-৪টি।
২.পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
-গোপাল।
৩.গোপালের পিতার নাম কি?
-বপ্যট।
৪.দেবপালের পিতার নাম কি?
-ধর্মপাল।
৫.পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
-প্রায় চারশো বছর।
৬.পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন?
-বৌদ্ধ।
৭.কবে পাল সম্রাজ্যের বিলুপ্তি ঘটে?
-১১৪৩ সালে।
৮.কার সময়ে পাল রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে পড়ে?
-তৃতীয় বিগ্রহপালের সময়।

ধর্মপাল
১.ধর্মপালের পিতার নাম কি?
-গোপাল
২.ধর্মপাল কোন ধর্মাবলম্বী ছিলেন?
-বৌদ্ধ।
৩.ধর্মপালের দ্বিতীয় নাম কি?
-বিক্রমশীল।
পাল বংশের প্রতিষ্ঠাতা – গোপাল
পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা – ধর্মপাল
পাল বংশের শেষ রাজা – মদন পাল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    82 Views
    by fency
    0 Replies 
    437 Views
    by sajib
    0 Replies 
    271 Views
    by kajol
    0 Replies 
    148 Views
    by raihan
    0 Replies 
    121 Views
    by masum

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]