Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4227
বঙ্গ
১.প্রাচীন পুঁথিতে কোন জনপদকে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়?
-বঙ্গ জনপদ।
২.গঙ্গা ও ভাগীরথী নদীর মাঝখানের অঞ্চলকে কি বলে?
-বঙ্গ।
৩.একাদশ শতকে পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কি নামে বিভক্ত হয়?
-উত্তর এবং দক্ষিণ বঙ্গ।
৪.সেন আমলে বঙ্গ কি নামে বিভক্ত ছিল?
-বিক্রমপুর ও নাব্য।
৫.বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-বঙ্গ।
৬.কৌটিল্যের ‘অর্থশাস্ত্রে’ সর্বপ্রাচীন বৌগোলিক ইউনিট হিসেবে উল্লেখ রয়েছে কোনটি?
-বঙ্গ।
৭.প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল?
-বঙ্গ।
৮.বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-বঙ্গ।
৯.বর্তমান ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ছিল?
-বঙ্গ ।
১০.বঙ্গ জনপদের উৎপত্তি হয় কিভাবে?
-বঙ্গ নামের একটি জাতি থেকে।
১১.বর্তমান বাংলাদেশের কোন দিকে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল?
-পূর্ব ও দক্ষিণ-পূর্ব।
১২.প্রাচীন শিলালিপীতে বঙ্গের কতটি অংশের নাম পাওয়া যায়?
-২টি।
১৩.বঙ্গ নামের দেশের উল্লেক কত বছর আগে পাওয়া যায়?
-খ্রিষ্টপূর্ব তিন হাজার বছর আগে।
১৪.কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়?
-ঋগ্বেদের ঐতবেয় আরণ্যক-এ।
১৫.সুপ্রাচীন বঙ্গ দেশের সীমা কোন গ্রন্থে উল্লেখ আছে?
-ড. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালি ইতিহাস’ গ্রন্থে।

গৌড়
১.কার গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়?
-পাণিনি।
২.সপ্তম শতকে গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
-কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ জেলা)।
৩.কাকে গৌড়রাজ বলা হতো?
-শশাঙ্ক।
৪.কোন রাজাদের আমলে গৌড়ের নাম-ডাক সবচেয়ে বেশি ছিল?
-পাল রাজাদের।
৫.মালদহ জেলার কোন স্থানক্রে গৌড় বলা হতো?
-লক্ষণাবতী।

হরিকেল
১.প্রাচীন বাংলার হরিকেল জনপদ বর্তমান বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে বিস্তত ছিল?
-সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ।
২.সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভূক্ত ছিল?
-হরিকেল।

সমতট
১.বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কি?
-সমতট।
২.সমতটের রাজধানী কোথায় ছিল?
-কোমতা।
৩.প্রাচীন সমতট বলতে বাঝাত কোন স্থানকে?
-কুমিল্লা ও নোয়াখালী।
৪.সমতট রাজ্যের কেন্দ্রস্থল কোথায় ছিল?
-কুমিল্লা জেলার বড়কামতা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2652 Views
    by sajib
    0 Replies 
    2185 Views
    by kajol
    0 Replies 
    13 Views
    by rafique
    0 Replies 
    13 Views
    by masum
    0 Replies 
    17 Views
    by shanta

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]