Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4222
আইফেল টাওয়ার
১.আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
-প্যারিস, ফ্রান্স।
২.আইফেল টাওয়ারের স্থপতি কে?
-আলেকজান্ডার গুসটাভ আইফেল।
৩.আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় কবে?
-২৬ জানুয়ারি ১৮৮৭ সালে।
৪.আইফেল টাওয়ার উদ্বোধন করা হয় কবে?
-৩১ মার্চ ১৮৮৯ সালে।
৫.আইফেল টাওয়ারের উচ্চতা কত?
-৩২৪ মিটার বা ১০৬৩ ফুট।

বাস্তিল দুর্গ
১.ফরাসি বিপ্লবের সূতিকাগার বলা হয় কোন দুর্গকে?
-বাস্তিল দুর্গ।
২.বাস্তিল দুর্গ নির্মাণ শুরু হয় কবে?
-১৩৭০ সালে।
৩.বাস্তিল দুর্গের পতন হয় কবে?
-১৪ জুলাই ১৭৮৯ সালে।

হোয়াইট হাউস
১.হোয়াইট হাউস কি?
-মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
২.হোয়াইট হাউস কোথায় অবস্থিত?
-ওয়াশিংটন ডিসিতে।
৩.যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বাস করেননি?
-জর্জ ওয়াশিংটন।
৪.যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম হোয়াইট হাউসে বাস করেন?
-জন অ্যাডামস।
৫.হোয়াইট হাউসের মূল স্থপতি কে?
-জেমস হোবান।
৬.হোয়াইট হাউস কি দিয়ে তৈরি?
-ধূসর বর্ণের পাথর দিয়ে।
৭.হোয়াইট হাউসের নাম রাখেন কে?
-প্রেসিডেন্ট রুজভেল্ট।

পেন্টাগন
১.পেন্টাগন প্রতিষ্ঠা করা হয় কবে?
-১৫ জানুয়ারি ১৯৪৩ সালে।
২.পেন্টাগন ভবনটি কোথায় অবস্থিত?
-আরলিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
৩.বিশ্বের বৃহত্তম অফিসের নাম কি?
-পেন্টাগন।
৪.পেন্টাগন কোন নদীর তীরে অবস্থিত?
-পটোম্যাক।

মক্কা ক্লক
১.বিশ্বের বৃহত্তম ঘড়ির নাম কি?
-মক্কা ক্লক।
২.মক্কা ক্লক কোথায় অবস্থিত?
-মক্কা, সৌদি আরব।
৩.মক্কা ক্লক কোন টাওয়ারে অবস্থিত?
-রয়েল মক্কা ক্লক টাওয়ার।
৪.রয়েল মক্কা ক্লক টাওয়ারের উচ্চতা কত?
-৬০১ মিটার বা ১৯৮৩ ফুট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]