- Tue Nov 10, 2020 3:31 pm#4218
রাজধানীর মর্যাদায় সোনারগাঁ
ফখরুদ্দিন মুবারক শাহের আমলে
বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের।
সুলতানি আমল (১৩৩৮-১৩৫২) ।
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ও সিকান্দার শাহের শাসন আমলে পূর্ববঙ্গ প্রদেশের।
পূর্ববঙ্গে গিয়াসুদ্দিন আযম শাহের স্বাধীন শাসনামলে।
ঈসা খান মনদ-ই- আলা প্রতিষ্ঠিত ভাটি রাজ্যের।
সোনারগাঁ পুরভ্রমণকারী পরিব্রাজক
নাম – পরিভ্রমণ – যার সময়ে
শরফুদ্দীন আবু তওয়ামা – ১২৮২-১২৮৭ সালে –
শরফুদ্দিন ইয়াহিয়া মনেরী
ইবনে বতুতা – ১৩৪৬ সালে – ফখরুদ্দিন মোবারক শাহ
মা হুয়ান – ১৪০৬ সালে
হৌ হিয়েন – ১৪১৫ সালে
রালফ ফিচ – ১৫৮৬ সালে
সাইয়্যিদ ইবরাহীম দনিশমন্দ – সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
ময়নামতি
১.ময়নামতি কোন জেলায় অবস্থিত?
-কুমিল্লা।
২.কোন আমলে এ স্থানটি রাজধানী ছিল?
-মধ্যযুগে বৌদ্ধ শাসনামলে।
৩.ময়নামতি কার নামনুসারে নামকরণ করা হয়?
-মধ্যযুগের রাজা মানিকচন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির।
৪.ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
-বৌদ্ধ সভ্যতার।
৫.লালমাই পাহাড় কোন যুগে গঠিত হয়?
-প্লাইস্টোসিন যুগে।
৬.ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার নিদর্শনের খনন কাজ কখন করা হয়?
-জানুয়ারি ১৯৫৫ সালে।
৭.ময়নামতির অন্য নাম কি কি?
-হিলটিয়া ও লালমাই।
উয়ারী-বটেশ্বর
১.উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
-বেলাব, নরসিংদী।
২.উয়ারী ও বটেশ্বর গ্রাম দুটি কোন যুগে গঠিত?
-প্লাইস্টোসিন।
৩.উয়ারী-বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত?
-কয়রা নদী।
৪.উয়ারী-বটেশ্বরের প্রাপ্ত প্রত্নাবশেষ কোন সময়কার?
-৪৫০ খ্রিষ্ট পূর্বাব্দের।
৫.উয়ারি-বটেশ্বরের প্রত্নতাত্তিব গুরুত্ব সর্বপ্রথম কে তুলে ধরেন?
-মুহম্মদ হানিফ পাঠান।
৬.প্রথমে উয়ারী-বটেশ্বর থেকে প্রত্নবস্তু সংগ্রহ করে এবং গবেষণা শুরু করেন কে?
-মুহম্মদ হাবিবুল্লাহ পাঠান।
আহসান মঞ্জিল
১.আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
-ইসলামপুর, ঢাকা।
২.আহসান মঞ্জিল কবে নির্মাণ করা হয়?
-১৮৫৯ সালে শুরু করা হয় এবং ১৮৭২ সালে সমাপ্ত হয়।
৩.আহসান মঞ্জিল কার নামানুসারে নামকরণ করা হয়?
-নবাব আবদুল গণির পুত্র খাজা আহসান উল্লাহ।
৪.আহসান মঞ্জিলে জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কবে?
-২৩ সেপ্টেম্বর ১৯৯২ সালে।
ফখরুদ্দিন মুবারক শাহের আমলে
বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের।
সুলতানি আমল (১৩৩৮-১৩৫২) ।
সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ও সিকান্দার শাহের শাসন আমলে পূর্ববঙ্গ প্রদেশের।
পূর্ববঙ্গে গিয়াসুদ্দিন আযম শাহের স্বাধীন শাসনামলে।
ঈসা খান মনদ-ই- আলা প্রতিষ্ঠিত ভাটি রাজ্যের।
সোনারগাঁ পুরভ্রমণকারী পরিব্রাজক
নাম – পরিভ্রমণ – যার সময়ে
শরফুদ্দীন আবু তওয়ামা – ১২৮২-১২৮৭ সালে –
শরফুদ্দিন ইয়াহিয়া মনেরী
ইবনে বতুতা – ১৩৪৬ সালে – ফখরুদ্দিন মোবারক শাহ
মা হুয়ান – ১৪০৬ সালে
হৌ হিয়েন – ১৪১৫ সালে
রালফ ফিচ – ১৫৮৬ সালে
সাইয়্যিদ ইবরাহীম দনিশমন্দ – সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
ময়নামতি
১.ময়নামতি কোন জেলায় অবস্থিত?
-কুমিল্লা।
২.কোন আমলে এ স্থানটি রাজধানী ছিল?
-মধ্যযুগে বৌদ্ধ শাসনামলে।
৩.ময়নামতি কার নামনুসারে নামকরণ করা হয়?
-মধ্যযুগের রাজা মানিকচন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির।
৪.ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
-বৌদ্ধ সভ্যতার।
৫.লালমাই পাহাড় কোন যুগে গঠিত হয়?
-প্লাইস্টোসিন যুগে।
৬.ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার নিদর্শনের খনন কাজ কখন করা হয়?
-জানুয়ারি ১৯৫৫ সালে।
৭.ময়নামতির অন্য নাম কি কি?
-হিলটিয়া ও লালমাই।
উয়ারী-বটেশ্বর
১.উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
-বেলাব, নরসিংদী।
২.উয়ারী ও বটেশ্বর গ্রাম দুটি কোন যুগে গঠিত?
-প্লাইস্টোসিন।
৩.উয়ারী-বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত?
-কয়রা নদী।
৪.উয়ারী-বটেশ্বরের প্রাপ্ত প্রত্নাবশেষ কোন সময়কার?
-৪৫০ খ্রিষ্ট পূর্বাব্দের।
৫.উয়ারি-বটেশ্বরের প্রত্নতাত্তিব গুরুত্ব সর্বপ্রথম কে তুলে ধরেন?
-মুহম্মদ হানিফ পাঠান।
৬.প্রথমে উয়ারী-বটেশ্বর থেকে প্রত্নবস্তু সংগ্রহ করে এবং গবেষণা শুরু করেন কে?
-মুহম্মদ হাবিবুল্লাহ পাঠান।
আহসান মঞ্জিল
১.আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
-ইসলামপুর, ঢাকা।
২.আহসান মঞ্জিল কবে নির্মাণ করা হয়?
-১৮৫৯ সালে শুরু করা হয় এবং ১৮৭২ সালে সমাপ্ত হয়।
৩.আহসান মঞ্জিল কার নামানুসারে নামকরণ করা হয়?
-নবাব আবদুল গণির পুত্র খাজা আহসান উল্লাহ।
৪.আহসান মঞ্জিলে জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কবে?
-২৩ সেপ্টেম্বর ১৯৯২ সালে।