Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4217
১.বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী সদস্য নিয়োগ দেয়া হয় কবে?
=৮ জুন ১৯৭৪ সালে।
২.ইউনিফর্মধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় কবে?
=৮ মার্চ ১৯৭৬ সালে।
৩.ঢাকা মেট্রোপলিটন পুলিশে নারী নিয়োগ দেয়া হয় কবে?
=১৯৭৮ সালে।
৪.বিসিএস থেকে সহকারী পুলিশ সুপার পদে যোগদানকারী প্রথম নারী কে?
=ফাতেমা বেগম (১৯৮৬ সালে)।
৫.বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি কে?
=ফাতেমা বেগম।
৬.বাংলাদেশের প্রথম নারী ওসি এর নাম কী?
=হোসনে আরা বেগম।
৭.বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক চালু হয় কবে?
=২১ নভেম্বর ২০০৮ সালে।
৮.জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম নারী পুলিশ প্রেরণ করা হয় কবে?
=২০১০ সালের মে মাসে, হাইতিতে।
৯.মেট্রোপলিটন নগরীর গঠিত বিশেষ পুলিশ বাহিনীর নাম কি?
=মেট্রোপলিটন পুলিশ।
১০.বিশ্বে প্রথম মেট্রোপলিটন পুলিশ সৃষ্টি করা হয় কোথায়?
=লন্ডন (যুক্তরাজ্য)।
১১.মেট্রোপলিটন পুলিশ প্রদানের পদবি কী?
=পুলিশ কমিশনার।
১২.বাংলাদেশে মেট্রোপলিটন নগরী কতটি?
=৮টি।

বাংলাদেশ পুলিশের ইউনিট বা শাখার প্রধান
বাহিনী – প্রধান
স্পেশাল ব্রাঞ্চ – এডিশনাল আইজি
সিআইডি – এডিশনাল আইজি
মেট্রোপলিটন পুলিশ – কমিশনার
র‌্যাব – মহাপরিচালক
রেলওয়ে পুলিশ – ডিআইজি
আর্মড পুলিশ ব্যাটালিয়ন – ডিআইজি
পুলিশ ইন্টারন্যাশনাল ওভারসাইজ – এডিশনাল আইজি
ইমিগ্রেশন পুলিশ – ডিআইজি
সোয়াট – ডিআইজি
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক – ডিআইজি
হাইওয়ে পুলিশ – ডিআইজি
টুরিস্ট পুলিশ – ডিআইজি
ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট – সহকারী পুলিশ কমিশনার
শিল্পাঞ্চল পুলিশ – ডিআইজি
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন – ডিআইজি
নৌ পুলিশ – ডিআইজি
স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন - ডিআইজি
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]