- Tue Nov 10, 2020 2:01 pm#4214
১.শিক্ষা কী?
=সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে।
২.শিখন কি?
=অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করা এবং আচরণধারা পরিবর্তণের প্রক্রিয়ার নাম শিখন।
৩.শিক্ষা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
=ল্যাটিন শব্দ থেকে।
৪.শিক্ষার মূল লক্ষ্য কি?
=মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ।
৫.উন্নত প্রথায় শিক্ষা শিক্ষা দেয়া বলতে কি বোঝায়?
=শিক্ষা গ্রহণে সাহায্য।
৬.দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক?
=৬০%।
৭.শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?
=বই।
৮.বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কত সনে?
=১৯৯৩ সনে।
৯.সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি?
=শিক্ষা।
১০.শিক্ষাকে সামাজিক অগ্রগতির হাতিয়ার বলা হয় কেন?
=শিক্ষা ব্যক্তির মধ্যে অভিজ্ঞতার বিন্যাস করে বলে।
১১.বাংলাদেশে শিক্ষার গ্রেড কতটি?
=২০টি।
১২.বাংলাদেশ কবে ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু করা হয়?
=১৯৯৩ সালে।
১৩.ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রী অর্জনকারী প্রথম মুসলমান ক?
=ড. সাজ্জাদ হোসায়েন।
১৪.শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর ধারায় বর্নিত আছে?
=১৭ নং ধারায়।
১৫.বাংলাদেশের সংবিধানের শিক্ষা কি হিসেবে স্বীকৃত?
=মৌলিক অধিকার হিসেবে।
১৬.স্বাধীনতা প্রাপ্তীর পর বাংলাদেশ সরকার শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে কখন শিক্ষা অধ্যাদেশ জারি করে?
=১৯৭৩ সালে।
১৭.UCEP কার্যক্রম কিসের সাথে জড়িত?
=শিক্ষা।
১৮.স্নাতক বা সমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি উদ্বোধন করা হয় কবে?
=৩০ জুন ২০১৩।
১৯.বাংলাদেশে কোন শ্রেনী পর্যন্ত ছাত্রীরা অবৈতনিক অর্থাৎ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে?
=স্নাতক বা সমমান।
২০.জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল গঠন করা হয় কবে?
=১৭ ফেব্রুয়ারি ২০১২।
২১.ছাত্রীদের উপবৃত্তি প্রথম চালু হয় কবে?
=১ জানুয়ারি ১৯৯৪ সালে।
=সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে।
২.শিখন কি?
=অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করা এবং আচরণধারা পরিবর্তণের প্রক্রিয়ার নাম শিখন।
৩.শিক্ষা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
=ল্যাটিন শব্দ থেকে।
৪.শিক্ষার মূল লক্ষ্য কি?
=মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ।
৫.উন্নত প্রথায় শিক্ষা শিক্ষা দেয়া বলতে কি বোঝায়?
=শিক্ষা গ্রহণে সাহায্য।
৬.দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক?
=৬০%।
৭.শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?
=বই।
৮.বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কত সনে?
=১৯৯৩ সনে।
৯.সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি?
=শিক্ষা।
১০.শিক্ষাকে সামাজিক অগ্রগতির হাতিয়ার বলা হয় কেন?
=শিক্ষা ব্যক্তির মধ্যে অভিজ্ঞতার বিন্যাস করে বলে।
১১.বাংলাদেশে শিক্ষার গ্রেড কতটি?
=২০টি।
১২.বাংলাদেশ কবে ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু করা হয়?
=১৯৯৩ সালে।
১৩.ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রী অর্জনকারী প্রথম মুসলমান ক?
=ড. সাজ্জাদ হোসায়েন।
১৪.শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর ধারায় বর্নিত আছে?
=১৭ নং ধারায়।
১৫.বাংলাদেশের সংবিধানের শিক্ষা কি হিসেবে স্বীকৃত?
=মৌলিক অধিকার হিসেবে।
১৬.স্বাধীনতা প্রাপ্তীর পর বাংলাদেশ সরকার শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে কখন শিক্ষা অধ্যাদেশ জারি করে?
=১৯৭৩ সালে।
১৭.UCEP কার্যক্রম কিসের সাথে জড়িত?
=শিক্ষা।
১৮.স্নাতক বা সমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি উদ্বোধন করা হয় কবে?
=৩০ জুন ২০১৩।
১৯.বাংলাদেশে কোন শ্রেনী পর্যন্ত ছাত্রীরা অবৈতনিক অর্থাৎ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে?
=স্নাতক বা সমমান।
২০.জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল গঠন করা হয় কবে?
=১৭ ফেব্রুয়ারি ২০১২।
২১.ছাত্রীদের উপবৃত্তি প্রথম চালু হয় কবে?
=১ জানুয়ারি ১৯৯৪ সালে।