Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4202
১.ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?
=ছায়াবৃত্ত।
২.বিগ ব্যাং তত্ত্বে আধুনিক তত্ত্ব – ব্যাখ্যা কে উপস্থাপন করেন?
=স্টিফেন হকিং।
৩.বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে?
=জর্জ ল্যামেটার।
৪.ধূমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
=১৬ জুলাই ১৯৯৪।
৫.কসমিক ইয়ার বলতে কি বোঝায়?
=ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল।
৬.উল্কা বৃষ্টি কি?
=কোনো ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথে হতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে।
৭.মিল্কি ওয়ে কি?
=নীহারিকামন্ডল।
৮.জ্যোতিষ্ক কত প্রকার?
=৭ প্রকার।
৯.মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কি বলে?
=কসমিক রে।
১০.যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়?
=সূর্যগ্রহণ।
১১.যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন কি ঘটে?
=চন্দ্রগ্রহণ।
১২.চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে কখন?
=পূর্নিমা ও অমাবস্যা উভয় তিথিতে।
১৩.সৌরজগতের গ্রহের স্বীকৃতি দানকারী সংস্থার নাম কী?
=ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU).
১৪.IAU প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯১৯ সালে।
১৫. IAU এর সদর দপ্তর কোথায়?
=প্রাগ, চেক প্রজাতন্ত্র।
১৬.বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি?
=৮টি।
১৭.সূর্যকে কেন্দ্র করে ঘূর্নায়মান জ্যোতিষ্কমন্ডলীকে কি বলে?
=সৌরজগৎ।
১৮.পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে?
=মঙ্গল।
১৯.কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
=শনি।
২০.কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
=বুধ ও শুক্র।
২১.সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
=বুধ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]