Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4198
১.বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি?
=বুর্জ খলিফা (সংযুক্ত আরব আমিরাত)।
২.বুর্জ খলিফা উদ্বোধন করা হয় কবে?
=৪ জানুয়ারি ২০১০।
৩.পেট্রোনাস টুইন টাওয়ার কোথায় অবস্থিত?
=মালয়েশিয়া।
৪.উইলস টাওয়ার এর স্থপতি কে?
=ফজলুর রহমান খান।
৫.বিপ্লবী চে গুয়েভারা – এর ভাস্কর্য কবে, কোথায় উদ্বোধন করা হয়?
=১৪ জুন ২০০৮, আর্জেন্টিনা।
৬.ইংল্যান্ডের রানীর বর্তমান বাসভবনের নাম কী?
=উইন্ডসর ক্যাসেল।
৭.উইন্ডসর ক্যাসেল ভবনটি কোথায় অবস্থিত?
=বার্কশায়ার, ইংল্যান্ড।
৮.ওয়ারশ রেডিও স্তম্ভটি কোথায় অবস্থিত?
=পোল্যান্ড।
৯.সবচেয়ে বড় পিরামিডটির নাম কী?
=দ্য গ্রেট পিরামিড।
১০.ওয়াটার গেট কি?
=যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডেমোক্রেট দলের সদর দপ্তর ও একটি বাণিজ্যিক ভবন।
১১.ওয়াটার গেট কেলেঙ্কারী এর সাথে আমেরিকার কোন প্রেসিডেন্ট জড়িত ছিলেন?
=রিরচার্ড নিক্সন।
১২.আলেকজান্দ্রিয়ার বাতিঘর কে নির্মাণ করেন?
=গ্রিস সম্রাট টলেমি।
১৩.ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?
=বাকিংহাম প্যালেস।
১৪.ওয়েস্ট মিনিস্ট্রান কি?
=ব্রিটেনের পার্লামেন্ট ভবন।
১৫.পৃথিবীর কোথায় সবচেয়ে পুরোনো বড় শহর পাওয়া গেছে?
=ব্রাজিলে।
১৬.ব্রুনেলেঙ্কি কে ছিলেন?
=স্থপতি।
১৭.কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেয়া হয়?
=স্থাপত্য শিল্প।

বার্লিন প্রাচীর
১.বার্লিন প্রাচীর নির্মাণ শুরু হয় কখন?
=১৩ আগস্ট ১৯৬১ সালে।
২.বার্লিন প্রাচীর তৈরি করেছিল কোন দেশ?
=সাবেক পূর্ব জার্মানি।
৩.বার্লিন প্রাচীরের পতন হয় কখন?
=৯ নভেম্বর ১৯৮৯।
৪.বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য কত ছিল?
=১৬১ কিমি।
৫.দুই জার্মানি একত্রিত হয় কখন?
=৩ অক্টোবর ১৯৯০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    663 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]