Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4195
মহাস্থানগড়
১.বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ নগরের নাম কী?
=পুন্ড্রনগর।
২.পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
=বগুড়া।
৩.প্রাচীন পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ কে শনাক্ত করেন?
=স্যার আলেকজান্ডার কানিংহাম।
৪.প্রাচীন পুন্ড্রনগর জনপদটির বর্তমান নাম কি?
=মহাস্থানগড়।
৫.মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
=করতোয়া নদীর তীরে।
৬.বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবিস্থিত?
=মহাস্থানগড়।
৭.শাহ সুলতান বলখির পুরো নাম কি?
=হযরত শাহ সুলতান ইব্রাহীম বরখী মাহীসাওয়ার (র.) ।
৮.বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে?
=মহাস্থানগড়।
৯.বৈরাগির ভিটা ও গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত?
=মহাস্থানগড়, বগুড়া।
১০.মহাস্থানগড় প্রথম কার তত্বাবধানে উৎখনন পরিচালিত হয়?
=কে এন দীক্ষিত।

সোনারগাঁ
১.সোনারগাঁয়ের প্রাচীন বা পূর্ব নাম কি?
=সূবর্ণগ্রাম।
২.সোনারগাঁ কোন জেলায় অবস্থিত?
=নারায়ণগঞ্জ।
৩.হিন্দুদের ঐতিহ্যবাহী পবিত্রস্থান লাঙ্গলবন্দ ও পশ্চমীঘাট কোথায় অবস্থিত?
=সোনারগাঁয়ের পুরাতন ব্রহ্সপুত্রের পশ্চিম তীরে।
৪.সোনারগাঁ থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিখ্যাত রোডের নাম কি?
=গ্রান্ড ট্রাঙ্ক রোড।
৫.গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
=শের শাহ।
৬.কার শাসনামলে সোনারগাঁ বাংলার পূর্বাঞ্চলের প্রশাসনিক কেন্দ্র ছিল?
=গিয়াসউদ্দিন তুঘলক।
৭.বাংলার একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
=সোনারগাঁ।
৮.সোনারগাঁ এর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
=মহাস্থানগড়ে।
৯.সোনারগাঁ নামকরণ করা হয় কার নামে?
=ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির।
১০.সোনার গাঁয়ের চারদিকে চারটি নদী কি কি?
=মেঘনা, ব্রহ্মপূত্র, ইছামতী ও শীতলক্ষ্যা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    14 Views
    by apple
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]