Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4182
১.বিশ্বের দীর্ঘতম সেতুর নাম কি?
=ডানিয়ং কুনসান গ্রান্ড সেতু (চীন)।
২.পৃথিবীর দীর্ঘতম উড়াল সড়ক সেতুর নাম কি?
=ব্যাং না এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড।
৩.পৃথিবীর দীর্ঘতম রেলসেতুর নাম কি?
=সানফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র)।
৪.বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক সেতুর নাম কি?
=মিলাও সেতু (ফ্রান্স)।
৫.মিলাও সেতু কোন নদীর ওপর নির্মিত?
=ভ্যালে অব দ্য রিভার।
৬.মিলাও সেতুর উচ্চতম পিলারের দৈর্ঘ্য কত?
=৩৪২ মিটার।
৭.বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম কি?
=সুতং সেতু (চীন)।
৮.সুতং সেতুর দৈর্ঘ্য কত?
=৮২০৬ মিটার।
৯.গোল্ডেন গেট সেতু কোথায় অবস্থিত?
=সানফ্রান্সিসকো।
১০.সেসাপেক ব্রিজ কোথায় অবস্থিত?
=যুক্তরাষ্ট্র।

বিশ্বের বৃহত্তম বাঁধ
বাঁধের নাম – অবস্থান – নির্মাণ সমাপ্তি
নিউকনিলিয়া টেইলিনস – যুক্তরাষ্ট্র – ১৯৭৩
নাগর ঝুনা সাগর – ভারত – ১৯৬৯
থারবেলা – পাকিস্তান – ১৯৭৬
ফ্রর্টফিক – যুক্তরাষ্ট্র – ১৯৪০
লোয়াব ইউসুমা – নাইজেরিয়া – ১৯৯০

বিশ্বের উচ্চতম বাঁধ
বাঁধের নাম – নদী – দেশ – উচ্চতা
নোরেক – ভখস – তাজিকিস্তান – ৩০০
ঝিনপিন – ইয়ালং ঝিয়াং – চীন – ৩০০
ঝিয়াউয়ান – মেকং – চীন – ২৯২
গ্র্যান্ড ডিক্সসেনস – ডিক্সসেনস – সুইজারল্যান্ড – ২৮৫
জিলুডু – জিন সাজিয়াং – চীন – ২৭৩

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]