Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4177
সম্রাট অশোক
১.অশোক কখন সিংহাসনে আরোহণ করেন?
=খ্রিষ্টপূর্ব ২৬৯ অব্দে।
২.অশোকের পিতার নাম কি?
=বিন্দুসার।
৩.অশোকের মাতার নাম কি?
=সুভ্রাদ্রাঙ্গী।
৪.কত বছর বয়সে অশোক প্রথমে উজ্জ্বয়িনী ও পরে তক্ষশীলার শাসনকর্তা নিযুক্ত হন?
=১৮ বছর।
৫.অশোক কবে উড়িষ্যার কলিঙ্গ জয় করেন?
=খ্রিস্টপূর্ব ২৬০ অব্দে।
৬.অশোক কার কাছে বৌদ্ধধর্মে দিক্ষিত হন?
=উপগুপ্ত নামে এক সন্ন্যাসির কাছে।
৭.কে সর্বপ্রথম রাজকীয় কর্তব্যকে প্রজাদের প্রতি ঋণ পরিশোধ হিসেবে গ্রহণ করেন?
=অশোক।
৮.’ধর্ম বিজয়ই হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়’ – উক্তিটি কার?
=অশোক।
৯.প্রথম জীবনে অশোক ছিলেন কি?
=শিবে উপাসক।
১০.ধর্ম প্রচারের লক্ষ্যে অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘামিত্রকে দূত হিসেবে কোথায় প্রেরণ করেন?
=সিংহল।
১১.খরোষ্ঠী হস্তলিপির প্রচলন শুরু হয় কার রাজত্বকালে?
=অশোক।
১২.সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয় কার আমলে?
=অশোক।
১৩.বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতায় আরোহণ করেন?
=তার পুত্র অশোক।
১৪.কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়?
=সম্রাট অশোকের।
১৫.সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত বছর?
=খ্রিষ্টপূর্ব ২৬৯-২৩২ অব্দ পর্যন্ত।
১৬.কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
=কলিঙ্গ যুদ্ধ।
১৭.সম্রাট অশোক তার সাম্রাজ্যকে কয় ভাগে বিভক্ত করেন?
=পাঁচ ভাগে।
১৮.কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায়?
=অশোকের।

গুপ্ত শাসন
প্রথম চন্দ্রগুপ্ত
১.গুপ্ত সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
=প্রথম চন্দ্রগুপ্ত।
২.প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম কি?
=ঘটোৎকচ।
৩.প্রথম চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে আরোহণ করেন?
=৩২০ সালে।
৪.’মহারাজাধিকার’ উপাধি গ্রহণ করেন কে?
=প্রথম চন্দ্রগুপ্ত।
৫.গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন?
=প্রথম চন্দ্রগুপ্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    699 Views
    by fency
    0 Replies 
    2421 Views
    by sajib
    0 Replies 
    1995 Views
    by kajol
    0 Replies 
    1034 Views
    by raihan
    0 Replies 
    899 Views
    by masum
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]