Page 1 of 1

বৈদিক যুগের ধর্মের বিকাশ

Posted: Sun Nov 08, 2020 10:38 am
by Coxalamgir92
১.বৌদ্ধ ধর্মের উদ্ভব হয় কখন?
=বৈদিক যুগে ব্রাহ্মণদের আধিপত্য ও পুরোহিতদের একনায়কতন্ত্রের ফলে জনসাধারণের জীবন হয়ে ওঠে খুবই দুর্ভিষহ। ফলে ধর্ম বিপ্লব হয় এবং জৈন ও বৌদ্ধধর্মের উদ্ভব হয়।
২.কেন বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়?
=আধিপত্যবাদী ব্রাহ্মণদের প্রতিবাদ স্বরূপ।
৩.মহাবীর জন্মগ্রহণ করেন কখন?
=৪০০ খ্রি. পূর্বাব্দে।
৪.জৈন ধর্মের মূল নীতি কয়টি?
=৪টি।
৫.জৈন ধর্মের মূল মন্ত্রের নাম কি?
=চতুর্যাম।
৬.চতুর্যাম কে রচনা করেন?
=পার্শ্বনাথ।
৭.কখন ধর্ম বিপ্লব সাধিত হয়?
=খ্রিষ্ট্রপূর্ব ৭ম শতকে।
৮.জৈন ধর্মের প্রবর্তক কে?
=ঋষভদেব।
৯.বৌদ্ধধর্মের প্রবর্তক কে?
=গৌতম বুদ্ধ।
১০.গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
=লুম্বিনী (নেপাল)
১১.গৌতম বুদ্ধের মৃত্যুস্থান কোথায়?
= কুশীনগরে (নেপাল)।
১২.গৌতম বুদ্ধের উপদেশ কোন গ্রন্থে আছে?
=ত্রিপিটক।
১৩.গৌতম বুদ্ধের বাল্য নাম কি?
=সিদ্ধার্থ।
১৪.বেদ্ধৈদের ধর্মগ্রন্থের নাম কি?
=ত্রিপিটক।
১৫.কত বছর বয়সে তিনি দিব্যজ্ঞান অর্জন করেন?
=৩৫ বছর বয়সে।
১৬.গৌতম বুদ্ধ যে বৃক্ষের নিচে দিব্যজ্ঞান লাভ করেন তার নাম কি?
=বোধি বৃক্ষ।
১৭.জৈন ধর্মের প্রচারক কে?
=মহাবীর।