Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4145
ইসলামের ঐতিহাসিক দশটি যুদ্ধ
যুদ্ধের নাম – সময়কাল
বদর যুদ্ধ – দ্বিতীয় হিজরির ১৭ রমযান, ৬২৪ সালে
ওহুদ যুদ্ধ – তৃতীয় হিজরীর ১১ শাওয়াল, ৬২৫ সালে
খন্দকের যুদ্ধ – পঞ্চম হিজরি মোতাবেক ৬২৭ সালে
খায়বারের যুদ্ধ – সপ্তম হিজরী মোতাবেক ৬২৮ সালে
মু’তার যুদ্ধ – অষ্টম হিজরী মোতাবেক ৬৩০ সালে
মক্কা বিজয় – অষ্টম হিজরী মোতাবেক ৬৩০ সালে
হুনায়নের যুদ্ধ – অষ্টম হিজরী মোতাবেক ৬৩০ সালে
ইয়ারমুকের যুদ্ধ – ১৪ হিজরী মোতাবেক ৬৩৬ সালে
কাদেসিয়ার যুদ্ধ – ১৫ হিজরী মোতাবেক ৬৩৭ সালে
জেরুজালেম বিজয় – ১৬ হিজরী মোতাবেক ৬৩৮ সালে

বিশ্বের মুসলিম দেশ
১.আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
=কাজাখস্তান।
২.আয়তনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
=মালদ্বীপ।
৩.জনসংখ্যাংয় বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
=ইন্দোনেশিয়া
৪.জনসংখ্যায় চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
=বাংলাদেশ।
৫.আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
=সৌদি আরব।

বৌদ্ধ ধর্ম
১.গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
=লুম্বিনী।
২.বুদ্ধগয়ার সাথে গৌতম বুদ্ধের কী সম্পর্ক?
=গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান।
৩.বুদ্ধ গয়া কাদের পবিত্র স্থান?
=বৌদ্ধদের।
৪.বৌদ্ধ ধর্মের প্রবক্তা কে?
=গৌতম বুদ্ধ।
৫.বৌদ্ধদের উপসনালয়ের নাম কি?
=বৌদ্ধবিহার বা প্যাগোডা।

খ্রিষ্ট ধর্ম
১.খ্রিষ্ট্র ধর্মের প্রবক্তা কে?
=যিশু খ্রিষ্ট।
২.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
=ফিলিস্তিনে বেথেলহামে।
৩.খ্রিষ্ট্রানদের কয়টি সম্প্রদায়?
=৩টি।
৪.বড় দিনের তাৎপর্য কি?
=যিশুর জন্মদিন।
৫.খ্রিষ্ট্রানদের ধর্মগ্রন্থ বাইবেল কয়ভাগে বিভক্ত?
=দুইভাগে।

হিন্দু ধর্ম
১.কোন শব্দ থেকে হিন্দু শব্দটি এসছে?
=সিন্ধু।
২.হিন্দু ধর্মের প্রকৃত নাম কি?
=সনাতন ধর্ম।
৩.বেদ অর্থ কি?
=জ্ঞান।
৪.কারা ঈশ্বরের শক্তির সাকার রূপ?
=দেব-দেবীরা।
৫.হিন্দুদের আদি ধর্ম গ্রন্থ কি?
= বেদ ।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  841 Views
  by rekha
  0 Replies 
  605 Views
  by rekha
  0 Replies 
  819 Views
  by fahimfateehunkarim
  0 Replies 
  641 Views
  by mousumi
  0 Replies 
  744 Views
  by rana

  এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

  ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন