Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4141
১.বিশ্বের দীর্ঘতম রেল টানেল বা সুরঙ্গপথের নাম কি?
=গোথার্ড বেস টানেল।
২.গোথার্ড বেস টানেল কোন পর্বতমালার ভূমিগর্ভে নির্মিত?
=আল্পস পর্বতমালা।
৩.গোথার্ড বেস টানেল কোন দুটি শহরেকে সরাসরি সংযুক্ত করেছে?
=জুরিখ এবং মিলান।
৪.গোথার্ড বেস টানেল কবে নির্মাণ শুরু হয়?
=১৯৯৫ সালে।
৫.বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল টানেলের নাম কি?
=সেইকান টানেল, দৈর্ঘ্য ৫৩.৯ কিমি।
৬.সেইকান টানেল কোন দুটি দ্বীপকে সংযুক্ত করেছে?
=হোক্কাইডো ও হনশু দ্বীপদ্বয়কে।
৭.চ্যানেল টানেল কোথায় অবস্থিত?
=ইংলিশ টানেলে।
৮.চ্যানেল টানেল সংযুক্ত করেছে কোন দুটি দেশকে?
=ব্রিটেন-ফ্রান্স।
৯.চ্যানেল টানেলের দৈর্ঘ্য কত?
=৫০.৫ কিমি বা ৩১.৪ মাইল
১০.চ্যানেল টানেল খুলে দেয়া হয় কবে?
=৬ মে ১৯৯৪ সালে।
১১.ইউরো টানেল প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯৮৬ সালে।
১২.ইংলিশ টানেলের দৈর্ঘ্য কত?
=৫৬০ কিলোমিটার।
১৩.ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি কে?
=ব্রজেস দাস, বাংলাদেশ।
১৪.ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে?
=মিহির সেন, ১৯৫৮ সালে।
১৫.ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম নারী কে?
=গার্টেড ইউরি লে, যুক্তরাষ্ট্র (১৯২৬) ।

বিশ্বের প্রধান সুড়ঙ্গপথ/টানেল
নাম – দেশ/অবস্থান – দৈর্ঘ্য (কি.মি)
গোথার্ড বেস টানেল – সুইজারল্যান্ড – ৫৭
সেইকান – জাপান – ৫৩.৯
চ্যানেল টানেল – ব্রিটেন-ফ্রান্স – ৫০.৫
ইস্ট ফিঞ্চলি মডেল – ইংল্যান্ড – ২৮.১৬
বেন নেভিস – ইংল্যান্ড – ২৪
ওসিমিজু – জাপান – ২২
সিম্পলন – সুইজারল্যান্ড, ইতালি – ২০
অ্যাপেনাইন – ইতালি – ১৮.৫
সেন্ট গোথার্ড – সুইজারল্যান্ড – ১৬.৩
লোয়েটসবার্গ – সুইজারল্যান্ড – ১৪.৫

    ১. ডিজিটাল প্রতারণার সাজা ৫ বছর বা ৫ লক্ষ বা উভয় […]

    ১. বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে[…]

    ১. ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত[…]

    যদি স্বাধীনতা বলতে কিছু বোঝায়, তবে এর অর্থ লোকেরা[…]