Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4140
১.পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
=চাঁদ।
২.মানুষ প্রথম কবে চাঁদে অবতরণ করে?
=২০ জুলাই ১৯৬৯ সালে।
৩.মারে ট্র্যাংকুইলিট্যাটিস বা শান্ত সাগর কোথায় অবস্থিত?
=চাঁদে।
৪.চাঁদে প্রথম কোন নভোযান পাঠানো হয়?
=লুনা-১।
৫.চাঁদে প্রথম নভোযান পাঠায় কোন দেশ?
=সোভিয়েত ইউনিয়ন, ২ জানুয়ারি ১৯৫৯।
৬.ভারত কবে চাঁদে মনুষ্যবিহীন নভোযান পাঠায়?
=২২ অক্টোবর ২০০৮।
৭.ভারতের প্রথম মনুষ্যবিহীন নভোযানের নাম কি?
=চন্দ্রযান-১।
৮.চাঁদে কতটি দেশ বা সংস্থা অভিযান চালিয়েছে?
=৫টি দেশ।
৯.ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্রথম চাঁদে কোন নভোযানটি পাঠায়?
=স্মার্ট-১, ২৭ অক্টোবর ২০০৭।
১০.চীন প্রথম চাঁদে কোন নভোযানটি পাঠায়?
=চেঞ্জ-১, ২৪ অক্টোবর ২০০৭।
১১.চন্দ্রের এক দিন ও রাত্রির সমষ্টি পৃতিবীর কতটি দিন ও রাত্রির সমষ্টির সমান?
=১৪টি।
১২.চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত ভাগ?
=৬ ভগের ১ ভাগ।
১৩.পৃথিবীর চারদিকে চাঁদ ১ বার ঘুরে আসতে কত দিন সময় লাগে?
=২৭.৩ দিন।

চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী ১২ নভোচারী
নাম – চন্দ্রপৃষ্ঠের মুনওয়াক – মহাকাশযান
নীল আর্মস্ট্রং – ২০ জুলাই ১৯৬৯ – অ্যাপোলো-১১
এডুইন বাজ অলড্রিন – ২০ জুলাই ১৯৬৯ – অ্যাপোলো-১১
চার্লস পেটে কনরাড – ১৯ নভেম্বর ১৯৬৯ – অ্যাপোলো -১২
অ্যালান লি. বিন – ১৯ নভেম্বর ১৯৬৯ – অ্যাপোলো-১২
অ্যালান বি. শেপার্ড – ৫ ফেব্রুয়ারি ১৯৭১ – অ্যাপোলো -১৪
এডগার ডি. মিশেল – ৫ ফেব্রুয়ারি ১৯৭১ – অ্যাপোলো – ১৪
জেমস বি. আরউেইন – ৩০ জুলাই ১৯৭১ – অ্যাপোলো -১৫
জন ইয়ং – ২১ এপ্রিল ১৯৭২ – অ্যাপোলো -১৬
চার্লস ডিউক – ২১ এপ্রিল ১৯৭২ – অ্যাপোলো-১৬
হ্যারিসন জ্যাক স্মিথ – ১১ ডিসেম্বর ১৯৭২ – অ্যাপোলো -১৭
ইউজিন কারনান – ১১ ডিসেম্বর ১৯৭২ – অ্যাপোলো-১৭

উপগ্রহ চাঁদ
বয়স – ৪.৬ বিলিয়ন বছর
ব্যাস – ৩,৪৭৬ কিমি
পৃথিবী থেকে গড় দূরত্ব – ৩,৮৪,৪০০ কিমি
পৃথিবী পরিভ্রমণের সময় – ২৭.৩ দিন
নিজ অক্ষের ওপর ঘূর্ণনের সময় – ২৭.৩ দিন

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]