Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4133
১.মহাকাশে প্রথম পর্যটকের নাম কি?
=ডেনিস টিটো, যুক্তরাষ্ট্র।
২.সয়ুজ টিএম-৩২ মহাকাশযানটি কোন দেশের?
=রাশিয়ার ।
৩.ডেনিস টিটো কবে মহাকাশ ভ্রমণ করে দেশে ফিরে আসেন?
=৬ মে ২০০১।
৪.মহাকাশচারী প্রথম নারী কে?
=সাবেক সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেস্কোভা।
৫.মহাকাশের চতুর্থ এবং প্রথম নারী পর্যটকের নাম কি?
=ইরানি বংশোদ্ভত মার্কিন নাগরিক আনুশেহ আনসারি।
৬.প্রথম ব্যক্তি হিসেবে কে দুবার মহাকাশ ভ্রমণে যান?
=চার্লস সিমোনি।

একনজরে মহাকাশ পর্যটক
নাম – মহাকাশ ভ্রমণ – নভোযানের নাম
ডেনিস টিটো (যুক্তরাষ্ট্র) – ২৮ এপ্রিল-৬ মে ২০০১ – সয়ুজ টিএম -৩২
মার্ক মাটলওয়ার্থ (দ.আফ্রিকা) – ২৫ এপ্রিল-৫ মে ২০০২ – সয়ুজ টিএম-৩৪
গ্রেগরি ওলসেন (যুক্তরাষ্ট্র) – ১-১১ অক্টোবর ২০০৫ – সয়ুজ টিএমএ-৭
আশুশেহ আনসারি (ইরান) -১৮-২৮ সেপ্টেম্বর ২০০৬ – সয়ুজ টিএমএ- ৯
চার্লস সিমোনি (হাঙ্গেরি) – ৭-২১ এপ্রিল ২০০৭ – সয়ুজ টিএমএ-১০
রিচার্ড অ্যালেন গ্যারিয়ট (যুক্তরাষ্ট্র) – ১২-১৮ অক্টোবর ২০০৮ – সয়ুজ টিএমএ-১৩
গাই ল্যালিবার্ট (কানাডা) – ৩০ সেপ্টে-১১ অক্টো. ২০০৯ – সয়ুজ এমটি – ১৬

মহাবিশ্বে প্রথম
উপগ্রহ/ নভোযান – উপগ্রহ/নভোযানের নাম – দেশ – সময়কাল
কৃত্রিম উপগ্রহ – স্পুটনিক-১ – রাশিয়া – ৪ অক্টোবর ১৯৫৭-৪ জানুয়ারি ১৯৫৮
প্রানী বহনের নভোযান – স্পুটনিক-২ – রাশিয়া – ৩ নভেম্বর ১৯৫৭-১৪ এপ্রিল ১৯৫৮
যোগাযোগ উপগ্রহ – স্কোর – যুক্তরাষ্ট্র – ১৮ ডিসেম্বর ১৯৫৮
বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ – ইনটেলসেট-১ বা আলিবার্ড – যুক্তরাষ্ট্র – ৬ এপ্রিল ১৯৬৫

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]