Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4131
ইসলাম ধর্ম
১.আল্লাহর নিকট মনোনীত একমাত্র দীন কোনটি?
=ইসলাম।
২.সকল নবী-রাসুলের ধর্ম কি ছিল?
=ইসলাম।
৩.কুরআনের প্রথম বাণী কোনটি?
=ইকরা (পড়)।
৪.ইসলাম ধর্মের মূলকথা কি ছিল?
=আল্লাহর আনুগত্য করা।
৫.বেহেশত এবং দোজখের সংখ্যা কতটি?
=যথাক্রমে ৮টি এবং ৭টি।
৬.একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা কোনটি?
=ইসলাম।
৭.আল কুরআনের সুরক্ষিত স্থান কোনটি?
=লাওহে মাহফুজ।
৮.’কুরআন’ শব্দের আভিধানিক অর্থ কি?
=মহাপাঠ্যগ্রন্থ।
৯.কুরআন প্রথম অবতীর্ণ হয় কবে?
=১৭ আগস্ট ৬১০ ঈসায়ী সাল।
১০.কুরআন সর্বমোট কতদিনে অবতীর্ণ হয়?
=২২ বছর ৫ মাস ১৪ দিনে।
১১.কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়?
=হেরা গুহায়।
১২.কুরআন প্রথম অবতীর্নের সময় রাসুলের বয়স ছিল?
=৪০ বছর ১১ দিন।
১২.কুরআনের প্রথম অবতীর্ণ সূরা কোনটি?
=সূরা আলাক।
১৩.কুরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা কোনটি?
=সূরা তওবা মতান্তরে সূরা নাছর।
১৪.কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি?
=সূরা ফাতিহা।
১৫.কুরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই?
=সূরা তওবায়।
১৬.কোন সূরায় দুবার বিসমিল্লা রয়েছে?
=সূরা নামলে।
১৭.কুরআনের জননী কোন সূরা?
=সূরা ফাতিহা।
১৮.কুরআনের অন্তর কোনটি?
=সূরা ইয়াসিন।
১৯.সর্বমোট আসমানি কিতাব কতটি?
=১০৪ টি।
২০.প্রধান আসমানি কিতাব কতটি?
=৪টি।
২১.তাওরাত কোন নবীর ওপর অবতীর্ণ হয়েছে?
=হযরত মূসা (আ)।
২২.যাবুর কোন নবীর উপর নাযিল হয়েছে?
=হযরত দাউদ (আ)।
২৩.ইঞ্জিল কোন নবীর ওপর অবতীর্ণ হয়?
=হযরত ঈসা (রা)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    108 Views
    by raihan
    0 Replies 
    92 Views
    by masum
    0 Replies 
    691 Views
    by shanta
    0 Replies 
    22775 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]