Page 1 of 1

বিশ্বের চিড়িয়াখানা ও বিখ্যাত লাইব্রেরি

Posted: Thu Nov 05, 2020 2:42 pm
by tarek
১.বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় প্রতিষ্ঠিত হয়?
=চীনে।
২.সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিশ্বের প্রথম চিড়িয়াখানা কোথায় স্থাপিত হয়?
=প্যারিস, ফ্রান্স ।
৩.ন্যাশনাল জওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত?
=ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
৪.BGCI এর পূর্ণরূপ কি?
=Botanic Gardens Conservation International.
৫.BGCI এর প্রতিষ্ঠা কবে?
=১৯৮৭ সালে।

বিখ্যাত চিড়িয়াখানা
চিড়িয়াখানা – অবস্থান
রিজেন্ট পার্ক – লন্ডন, যুক্তরাজ্য
ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক – ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
জুও গার্ডেন – রাশিয়া
দ্য জিও জু – মিউনিখ, জার্মানি
ন্যাশনাল জু গার্ডেন – জাকার্তা, ইন্দোনেশিয়া
ন্যাশনাল জু গার্ডেন – সুইজারল্যান্ড
ফ্রাঙ্কফুর্ট চিড়িয়াখানা – ফ্রাঙ্কফুর্ট, জার্মানি

বিশ্বের লাইব্রেরি
১.বিশ্বের বৃহত্তম লাইব্রেরীর নাম কি?
=লাইব্রেরী অব কংগ্রেস।
২.লাইব্রেরি অব কংগ্রেসের প্রতিষ্ঠা কবে?
=১৮০০ সালে।
৩.লাইব্রেরি অব কংগ্রেস এর সদর দপ্তর কোথায়?
=ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

বিখ্যাত লাইব্রেরী
লাইব্রেরীর নাম – অবস্থান
ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস – ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
লেনিন স্টেট লাইব্রেরি – মস্কো, রাশিয়া
পাবলিক লাইব্রেরি – লেনিনগ্রাদ, রাশিয়া
একাডেমি অব সায়েন্স – লেনিনগ্রাদ, রাশিয়া
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
বিবলিওথিক ন্যাশনাল – প্যারিস, ফ্রান্স
ন্যাশনাল ডিন লাইব্রেরি – টোকিও, জাপান
বিবলিওটেকো ন্যাজিওনাল সেন্টার – ফ্লোরেন্স,ইতালি
স্টেট লাইব্রেরি – মিউনিথ, জার্মানি
ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি – লন্ডন, যুক্তরাজ্য