- Wed Nov 04, 2020 1:52 pm#4107
১.ইউনেস্কো কোন গানকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে?
=বাউল গান।
২.বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন?
=ওস্তাদ আয়াত আলী খাঁন।
৩.বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে?
=ওস্তাদ আলীউদ্দীন খাঁকে।
৪.উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত করার অগ্রপথিক কে?
=ওস্তাদ আলাউদ্দীন খাঁ।
৫.দেওয়ানা মদিনা কার অসামান্য সৃষ্টি?
=মনসুর বয়াতি।
৬.পাঁচালি গানের শক্তিশালী কবি কে?
=দাশরথী রায়।
৭.কেউ মালা কেউ তসবি গলায় তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটির রচয়িতা কে?
=লালন শাহ।
৮.ভাওয়াইয়া গানের সাথে বিজড়িত কার নাম?
=আব্বাসউদ্দীন।
৯.কোরাস কী?
=সমবেত সঙ্গীত।
১০.রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান?
=ছায়ানট।
১১.ভাওয়াইয়া গান কোন দুটি নদীর সাথে সম্পর্কিত?
=তিস্তা-ধরলা।
১২.ছায়ানট কি?
=একটি রাগের নাম।
১৩.আব্বাসউদ্দীন কে ছিলেন?
=বাংলাদেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী।
১৪.তানসেন কোন রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ ছিলেন?
=সম্রাট আকবর।
১৫.ওরে নীল দরিয়া -গানটি কোন শিল্পীর লেখা?
=আব্দুল জব্বার।
১৬.’পূর্ব দিগন্তে সূর্য উঠেছে – গানটি কোন সময়ের সৃষ্টি?
=মুক্তিযুদ্ধকালীন।
১৭.ও ভাই খাঁটি সোনার চয়ে খাঁটি – গানটির গীতিকার কে?
=কাজী নজরুল ইসলাম।
১৮.তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় --- গানটির শিল্পী কে?
=আবদুল জব্বার।
১৯.ভাই রে ভাই বাংলাদেশের বাঙালি আর নাই --- গানটির গীতিকার কে?
=আনিসুল হক চৌধুরী।
২০.মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে গানটির গীতিকার সুরকার ও শিল্পী কে?
=ভুপেন হাজারিকা।
২১.ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় – গানটির রচয়িতা কে?
=আব্দুল লতিফ।
=বাউল গান।
২.বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন?
=ওস্তাদ আয়াত আলী খাঁন।
৩.বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে?
=ওস্তাদ আলীউদ্দীন খাঁকে।
৪.উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত করার অগ্রপথিক কে?
=ওস্তাদ আলাউদ্দীন খাঁ।
৫.দেওয়ানা মদিনা কার অসামান্য সৃষ্টি?
=মনসুর বয়াতি।
৬.পাঁচালি গানের শক্তিশালী কবি কে?
=দাশরথী রায়।
৭.কেউ মালা কেউ তসবি গলায় তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটির রচয়িতা কে?
=লালন শাহ।
৮.ভাওয়াইয়া গানের সাথে বিজড়িত কার নাম?
=আব্বাসউদ্দীন।
৯.কোরাস কী?
=সমবেত সঙ্গীত।
১০.রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান?
=ছায়ানট।
১১.ভাওয়াইয়া গান কোন দুটি নদীর সাথে সম্পর্কিত?
=তিস্তা-ধরলা।
১২.ছায়ানট কি?
=একটি রাগের নাম।
১৩.আব্বাসউদ্দীন কে ছিলেন?
=বাংলাদেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী।
১৪.তানসেন কোন রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ ছিলেন?
=সম্রাট আকবর।
১৫.ওরে নীল দরিয়া -গানটি কোন শিল্পীর লেখা?
=আব্দুল জব্বার।
১৬.’পূর্ব দিগন্তে সূর্য উঠেছে – গানটি কোন সময়ের সৃষ্টি?
=মুক্তিযুদ্ধকালীন।
১৭.ও ভাই খাঁটি সোনার চয়ে খাঁটি – গানটির গীতিকার কে?
=কাজী নজরুল ইসলাম।
১৮.তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় --- গানটির শিল্পী কে?
=আবদুল জব্বার।
১৯.ভাই রে ভাই বাংলাদেশের বাঙালি আর নাই --- গানটির গীতিকার কে?
=আনিসুল হক চৌধুরী।
২০.মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে গানটির গীতিকার সুরকার ও শিল্পী কে?
=ভুপেন হাজারিকা।
২১.ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় – গানটির রচয়িতা কে?
=আব্দুল লতিফ।