- Tue Nov 03, 2020 6:19 pm#4094
1. নীল অর্থনীতি (Blue Economy): সমুদ্রভিত্তিক অর্থনীতি। সমুদ্র থেকে যা–ই আহরণ করা হোক না কেন, যদি সেটা দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তবে সেটি ব্লু ইকোনমির অন্তর্ভুক্ত হবে।
2. সবুজ অর্থনীতি (Green Economy): পরিবেশ-প্রকৃতির প্রবৃদ্ধি, উন্নয়ন সবুজ অর্থনীতির অন্তর্ভুক্ত। কম কার্বন খরচ করে যে বিকাশ; পরিবেশ-প্রকৃতি-জীববৈচিত্র্যের হাত ধরাধরি করে যে অগ্রগতি, তাকেই সরলভাবে সবুজ প্রবৃদ্ধি বলা হয়ে থাকে।
সবুজ জাতীয় আয়: জাতিসংঘ সঠিক প্রবৃদ্ধি নির্ণয়ের জন্য জাতীয় আয় থেকে বার্ষিক পরিবেশগত ব্যয় বাদ দেওয়ার কথা বলে।
3. কালো অর্থনীতি (Black Economy): অপ্রকাশ্য অর্থনীতি বা ছায়া অর্থনীতি। এই অর্থনীতিতে চোরাগোপ্তা বাজার বা লেনদেন থাকে, যা আইন লঙ্ঘনকারী।
অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ফ্রেডারিক স্নেইডারের গবেষণা অনুযায়ী, বাংলাদেশের কালোটাকার পরিমাণ - GDP'র ৩০-৩৩%.
4. সাদা অর্থনীতি (White Economy): ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পর ডিজিটাল সার্ভিসের মাধ্যমে তা কীভাবে সামাল দেওয়া হবে-এই পরিস্থিতিগুলোকেও ‘হোয়াইট ইকোনমি’ বলে।
প্রথম সাদা অর্থনীতি প্রচলন করে:ব্রিটিশ অর্থনীতিবিদ অধ্যাপক ডগলাস ম্যাকউইলিয়ামস।
ম্যাকউইলিয়ামসের বই: ‘দ্য ফ্ল্যাট হোয়াইট ইকোনমি: হাউ দ্য ডিজিটাল ইকোনমি ট্রান্সফরমিং লন্ডন অ্যান্ড আদার সিটিজ’ (২০১৫ সালে)।
5. বাদামি অর্থনীতি (Brown Economy): এমন শিল্পগুলোকে বোঝায়, যা উচ্চ মাত্রায় দূষণ এবং গ্যাস নির্গমন ঘটায়।
বাদামি অর্এথনীতির অন্তর্ভুক্ত শিল্পসমূহ: সিমেন্ট, লোহা খনির কাজ এবং কয়লা খনন।
6. ধূসর অর্থনীতি (Grey Economy): একটি দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপের এমন অংশ, যা সরকারি পরিসংখ্যানে গণ্য হয় না বিস্তারিতভাবে বললে, অনানুষ্ঠানিক অর্থনীতি বা ধূসর অর্থনীতি এমন একটি অর্থনীতির অংশ, যা কোনোভাবেই সরকারকে কোনো কর দেয় না বা সরকারের পক্ষ থেকে তদারকি করা হয় না।
7. লাল অর্থনীতি (Red Economy): সমাজতান্ত্রিক ধারার অর্থনীতি যেখানে রাষ্ট্র উৎপাদন এবং বণ্টন ধরে রাখে।
(সংগৃহীত)
2. সবুজ অর্থনীতি (Green Economy): পরিবেশ-প্রকৃতির প্রবৃদ্ধি, উন্নয়ন সবুজ অর্থনীতির অন্তর্ভুক্ত। কম কার্বন খরচ করে যে বিকাশ; পরিবেশ-প্রকৃতি-জীববৈচিত্র্যের হাত ধরাধরি করে যে অগ্রগতি, তাকেই সরলভাবে সবুজ প্রবৃদ্ধি বলা হয়ে থাকে।
সবুজ জাতীয় আয়: জাতিসংঘ সঠিক প্রবৃদ্ধি নির্ণয়ের জন্য জাতীয় আয় থেকে বার্ষিক পরিবেশগত ব্যয় বাদ দেওয়ার কথা বলে।
3. কালো অর্থনীতি (Black Economy): অপ্রকাশ্য অর্থনীতি বা ছায়া অর্থনীতি। এই অর্থনীতিতে চোরাগোপ্তা বাজার বা লেনদেন থাকে, যা আইন লঙ্ঘনকারী।
অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ফ্রেডারিক স্নেইডারের গবেষণা অনুযায়ী, বাংলাদেশের কালোটাকার পরিমাণ - GDP'র ৩০-৩৩%.
4. সাদা অর্থনীতি (White Economy): ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পর ডিজিটাল সার্ভিসের মাধ্যমে তা কীভাবে সামাল দেওয়া হবে-এই পরিস্থিতিগুলোকেও ‘হোয়াইট ইকোনমি’ বলে।
প্রথম সাদা অর্থনীতি প্রচলন করে:ব্রিটিশ অর্থনীতিবিদ অধ্যাপক ডগলাস ম্যাকউইলিয়ামস।
ম্যাকউইলিয়ামসের বই: ‘দ্য ফ্ল্যাট হোয়াইট ইকোনমি: হাউ দ্য ডিজিটাল ইকোনমি ট্রান্সফরমিং লন্ডন অ্যান্ড আদার সিটিজ’ (২০১৫ সালে)।
5. বাদামি অর্থনীতি (Brown Economy): এমন শিল্পগুলোকে বোঝায়, যা উচ্চ মাত্রায় দূষণ এবং গ্যাস নির্গমন ঘটায়।
বাদামি অর্এথনীতির অন্তর্ভুক্ত শিল্পসমূহ: সিমেন্ট, লোহা খনির কাজ এবং কয়লা খনন।
6. ধূসর অর্থনীতি (Grey Economy): একটি দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপের এমন অংশ, যা সরকারি পরিসংখ্যানে গণ্য হয় না বিস্তারিতভাবে বললে, অনানুষ্ঠানিক অর্থনীতি বা ধূসর অর্থনীতি এমন একটি অর্থনীতির অংশ, যা কোনোভাবেই সরকারকে কোনো কর দেয় না বা সরকারের পক্ষ থেকে তদারকি করা হয় না।
7. লাল অর্থনীতি (Red Economy): সমাজতান্ত্রিক ধারার অর্থনীতি যেখানে রাষ্ট্র উৎপাদন এবং বণ্টন ধরে রাখে।
(সংগৃহীত)