Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4091
১.পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
=মেসোপটেমিয়া সভ্যতা।
২.উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি?
=সিন্ধু সভ্যতা।
৩.সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে কারা?
=ব্যাবিলনীয়রা।
৪.পৃথিবীর প্রথম কোথায় লিখিত আইনের প্রচলন হয়?
=ব্যাবিলন।
৫.যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে কারা?
=অ্যাশেরীয়রা।
৬.৭দিনে সপ্তাহ কারা গণণা শুরু করেন?
=ক্যালেডীয়রা।
৭.১২ মাসে ১ বছর ৩০ দিনে ১ মাস এই গননারীতি কাদের দ্বারা সূচিত?
=মিশরীয়।
৮.কারা চিত্রশিল্পের সূচনা করেন?
=মিশরীয়রা।
৯.মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ন আবিষ্কার করেন?
=২৪টি।
১০.প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়?
=গ্রিক সভ্যতায়।
১১.প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোথায়?
=গ্রিসের এথেন্স এবং স্পার্টায়।
১২.ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ন যুক্ত করে কারা?
=গ্রিকরা।
১৩.প্রথম কারা বিজ্ঞান চর্চার সূত্রপাত করে?
=গ্রিকরা।
১৪.চাঁদের নিজস্ব কোনো আলো নেই । বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য প্রথম আবিষ্কার করেন কারা?
=গ্রীকরা।
১৫.কারা প্রমাণ করেন যে পৃথিবীর একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়?
=গ্রিকরা।
১৬.সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন কারা?
=গ্রিক জ্যোতির্বিদরা।
১৭.সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কোনটি?
=বর্ণমালার উদ্ভাবন।
১৮.পৃথিবীর প্রথম কোথায় লিখিত আইনের প্রচলন হয়?
=ব্যাবিলনে।
১৯.জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতার বিকাশ ঘটেছিল?
=হিব্রু সভ্যতা।
২০.পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেছিলেন?
=গ্রিক বিজ্ঞানীরা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    214 Views
    by raju
    0 Replies 
    251 Views
    by raju
    0 Replies 
    268 Views
    by raju
    0 Replies 
    379 Views
    by rafique
    0 Replies 
    232 Views
    by masum

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]