Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4038
১.পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তনের কালকে কি বলে?
-সৌরদিন।
২.পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মধ্যকার বৃত্তাকার সীমারেখাকে কি বলে?
-ছায়াবৃত্ত।
৩.কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়?
-আহ্নিক গতি।
৪.কোনটি পৃথিবীর বার্ষিক গতির ফল?
-ঋতু পরিবর্তন ও দিন-রাত্রির হ্রাসবৃদ্ধি।
৫.জোয়ার ভাটার সৃষ্টি হয় পৃথিবীর কোন গতির কারণে?
-আহ্নিক গতি।
৬.উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল?
-শরৎকাল।
৭.কোন বিজ্ঞানী পৃথিবীর আহ্নিক গতি প্রমাণ করেন?
-বিজ্ঞানী ফুকো।
৮.কত সালে ফুকো আহ্নিক গতির প্রমাণ করেন?
-১৮৫১ সালে।
৯.অধিবর্ষ হয় কত দিনে?
-৩৬৬ দিনে।
১০.সূর্য থেকে পৃথিবীর নিকটতম অবস্থানকে কি বলে?
-অনুসূর।
১১.পৃথিবীর নিজের অক্ষের ওপর ঘূর্ণনকে কি বলা হয়?
-আহ্নিক গতি।
১২.মহাশূন্যে সবচেয়ে বেশি সময় অবস্থান করেন কে?
-রাশিয়ান নভোচারী মুসা মানারভ।
১৩.সর্বপ্রথম মহাশূন্য গামী দম্পতি কারা?
-আমেরিকান মার্ক লি ও জুডি ডেভিস।
১৪.যুক্তরাষ্ট্রের স্পেস শাটল চ্যালেঞ্জার কবে বিধ্বস্ত হয়?
-২৮ জানুয়ারি ১৯৮৬।
১৫.নক্ষত্রসমূহ কোন গ্যাস দ্বারা তৈরি?
-হাইড্রোজেন।
১৬.ধ্রুবতারার আলো পৃথিবীতে পৌছাতে কত সময় লাগে?
-৪৭ বছর।
১৭.উজ্জ্বলতম সুপারনোভা কোনটি?
-এসএন ১০০৬।
১৮.দ্রুততম কম্পনশীল নক্ষত্র কোনটি?
-পিএসআর ১৯৩৭+২১৪।
১৯.কোন তারকাটি মোটামুটিভাবে দক্ষিণ মেরুতে নির্দেশ করে?
-সিগমা অকটান্টিস।
২০ঘূর্নীয়মান নিউট্রন নক্ষত্রকে কি বলা হয়?
-পালসার
২১.প্রাচীনতম নক্ষত্রের মানচিত্র কোন দেশে আবিষ্কৃত হয়?
-চীন।
২২.আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক কোন নক্ষত্র মন্ডলে অবস্থিত?
-বৃহৎ কুক্কর।
২৩.উত্তর গোলার্ধে কোন নক্ষত্রটি দিক নির্নয়ে ব্যবহৃত হয়?
-ধ্রুব নক্ষত্র।
২৪.মহাশূন্যে মোট নক্ষত্র মন্ডলের সংখ্যা কতটি?
-৮৮টি।
২৫.সৌরজগতের নিকটতম প্রক্সিমা সেন্টরাই নক্ষত্রে আলো পৌছাতে তম সময় লাগে?
-সাড়ে চার বছর।
২৬.পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টরাই এর দূরত্ব কত?
-৩৮ লাখ কোটি কিলোমিটার।
২৭.মহাকাশে চীন প্রথম কবে মানুষ্যবাহী মহাকাশযান পাঠায়?
-১৫ অক্টোবর ২০০৩ সালে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]