Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4001
১.দুর্লভ মুদ্রা কাকে বলে?
=মার্কিন ডলার ও পাউন্ডকে দুর্লভ মুদ্রা বলে।
২.বিশ্বের কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি?
=কুয়েতি দিনার
৩.গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে?
=মার্কিন ডলার।
৪.বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী মুদ্রার নাম কি?
=মার্কিন ডলার।
৫.মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি?
=রপ্তানি বৃদ্ধি করা।
৬.দ্রব্য সামগ্রীর তুলনায় অর্থের যোগান বেশি হলে কি ঘটে?
=মুদ্রাস্ফীতি।
৭.মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কে আর্থিক ব্যবস্থা গ্রহণ করে?
=কেন্দ্রীয় ব্যাংক।
৮.মুদ্রার প্রধান কাজ কি?
=বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের মাধ্যম, মূল্যের পরিমাপ ও ভান্ডার।
৯.মুদ্রা চালু হওয়ার আগে কিভাবে বিনিময় কাজ চলতো?
=দ্রব্য বিনিময় প্রথার মাধ্যমে।
১০.গ্রেসামের মুদ্রাবিধি কি?
=নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে।
১১.নোট প্রচলনের ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করে?
=নূন্যতম রিজার্ভ পদ্ধতি।
১২.প্রথম ধাতব মুদ্রা, কবে কোথায় তৈরি হয়?
=লাইডিয়া ; সপ্তম খ্রিষ্ট্রপূর্বাব্দে।
১৩.বাংকাসুরেন্স কি?
=বাংকাসুরেন্স হলো ব্যাংকের শাখার মাধ্যমে বীমার পন্য বিক্রি করা।
১৪.বিশ্বের কোন দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামিক সূচক চালু হয়?
=বাহরাইনে।
১৫.বিশ্বের প্রথম শেয়ারবাজার হিসেবে স্বীকৃত কোন স্টক এক্সচেঞ্জ?
=আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ (১৬০২ সালে প্রতিষ্ঠ)
১৬.বিশ্বের সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা রিজার্ভকারী দেশের নাম কি?
=চীন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]